চেকপোস্ট ব্যারাক থেকে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
চুয়াডাঙ্গার দর্শনায় জয়নগর পুলিশ চেকপোস্ট ব্যারাকের একটি কক্ষ থেকে শামীম হোসেন (৩০) নামের এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ১০টার দিকে ব্যারাকের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
শামীম হোসেন কুষ্টিয়া জেলার মিরপুর থানার জুটিয়াডাঙ্গা গ্রামের হোসেন আলীর ছেলে।
পুলিশ জানায়, শামীম দর্শনা চেকপোস্টে কর্তব্যরত ছিলেন এবং ব্যারাকে একাই বসবাস করতেন। সকালে ডিউটিতে অনুপস্থিত থাকায় সহকর্মীরা তাকে ডাকতে গিয়ে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করেন। তখন তারা তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা জানান, শামীম নামের ইমিগ্রেশন পুলিশের এক সদস্যের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। বিস্তারিত তদন্তের পর জানানো হবে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta