ফু-ওয়াংয়ের সাবেক এমডি ও তার দুই কন্যার বিরুদ্ধে মামলা
পুঁজিবাজারে তালিকাভুক্ত ফু-ওয়াং ফুডসের ৭০ কোটি ৮৪ লাখ ৭৭ হাজার ৪৩৮ টাকার হিসাব জটিলতার অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক আরিফ আহমেদ চৌধুরী ও তার দুই মেয়ের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করেছেন বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ও জাপানি বিনিয়োগকারী মিয়া মামুন।
বৃহস্পতিবার মামলার বাদী নিজেই জানান, ১৬ এপ্রিল ঢাকা জেলা ও দায়রা জজ হেলাল উদ্দিনের আদালতে মামলাটি দায়ের করা হয়।
মামলার অভিযোগপত্রে বলা হয়, ২০২২ সালের জানুয়ারিতে জাপান-বাংলাদেশ যৌথ বিনিয়োগ প্রতিষ্ঠান মিনোরি বাংলাদেশ, বিএসইসির মাধ্যমে চুক্তি করে আরিফ আহমেদ চৌধুরী ও তার দুই মেয়ের কাছ থেকে ৮৪ লাখ ৪২ হাজার ৭২৬টি স্পন্সর শেয়ার কিনে নেয়। চুক্তি অনুযায়ী, এরপর পরিচালনা পর্ষদে মিনোরির পক্ষ থেকে তিনজন প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়।
চুক্তির ৪ এর ২ ধারা অনুসারে, সাবেক পরিচালকদের সাত কার্যদিবসের মধ্যে প্রতিষ্ঠানের দায়দেনা সম্পর্কিত হিসাব ও পরিশোধ নিশ্চিত করার কথা থাকলেও তারা তা করেননি। ৪ এর ৩ ধারায় বলা ছিল, এই দায়দেনা মিনোরি বাংলাদেশের ওপর বর্তাবে না।
এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে চলতি বছরের ৯ জানুয়ারি আরিফ আহমেদ চৌধুরী ও তার দুই মেয়েকে একটি আইনি নোটিশ পাঠানো হয়, কিন্তু তারা কোনো সাড়া দেননি। ফলে ১৬ এপ্রিল আদালতে মিসকেস দাখিল করা হয়।
মিনোরির পক্ষ থেকে অভিযোগ করা হয়, আরিফ আহমেদ চৌধুরী ও তার কন্যারা কোম্পানির প্রায় ৭০ কোটি টাকার ভ্যাট ও ট্যাক্স গোপন করেছেন এবং চুক্তি অনুযায়ী যথাযথ হিসাব জমা দেননি।
মিনোরির আইনজীবী মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, শেয়ার বিক্রির পরও আরিফ আহমেদ চৌধুরী অর্থ ব্যবহারের পূর্ণাঙ্গ হিসাব দেননি। তাই ভ্যাট ট্যাক্স গোপন ও আর্থিক অনিয়মের অভিযোগে আদালতে এই মামলা করা হয়েছে। তিনি আরও বলেন, আদালতের নির্দেশ মানা না হলে ভবিষ্যতে ফৌজদারি মামলা করা হতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে মিয়া মামুন বলেন, শেয়ার হস্তান্তরের চুক্তি অনুযায়ী আরিফ আহমেদ চৌধুরী ৭০ কোটি টাকার হিসাব গোপন করেছেন। বিষয়টি জানতে চাইলে কোনো উত্তর না দেওয়ায় আদালতের শরণাপন্ন হতে বাধ্য হন। এই অর্থিক অনিয়মের কারণে বর্তমানে কোম্পানির উৎপাদন কার্যক্রমে ব্যাঘাত ঘটছে।
জানা গেছে, আরিফ আহমেদ চৌধুরী ও তার দুই মেয়ে বর্তমানে কানাডায় অবস্থান করছেন। তিনি একসময় ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta