আইপিএলে কেন পছন্দের ব্যাট দিয়ে খেলতে পারছেন না ক্রিকেটাররা?
ফ্র্যাঞ্চাইজি লিগে অংশগ্রহণকারী ক্রিকেটাররা সাধারণত বেশি প্রস্থের ব্যাট ব্যবহার করেন, যাতে বল দ্রুত বাউন্ডারি পর্যন্ত পৌঁছাতে পারে। কম সময়ে বেশি রান সংগ্রহ করার জন্য এই ধরনের ব্যাটের চাহিদা বেড়েছে। পাশাপাশি, অনেক সময় ব্যাট প্রস্তুতকারক কোম্পানিগুলো বেশি মোটা ব্যাট তৈরি করে, যা বৈধতার সীমা অতিক্রম করতে পারে।
অনেক ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যাটের মাপ পরিমাপ করা হয় না, ফলে সেখানে এমন ব্যাট দিয়ে খেলা সম্ভব হয়। তবে আইপিএলে এবার থেকে মাঠেই ব্যাট মাপা হচ্ছে। যদি আম্পায়ার সন্দেহ করেন, তাহলে ক্রিকেটারের ব্যাট পরিমাপ করা হয়। এই নিয়মের মাধ্যমে সুনীল নারিন, রামনদীপ সিং, এবং অনরিখ নরকিয়ার মতো ক্রিকেটারদের ব্যাট ধরা পড়েছে।
পাঞ্জাব কিংসের বিরুদ্ধে শেষ ম্যাচে নারিন যে ব্যাট ব্যবহার করেছিলেন, তা অবৈধ ছিল। ব্যাটের প্রস্থ ছিল চার সেন্টিমিটার বেশি এবং ব্যাট-গজের মধ্য দিয়ে যেতে পারছিল না। এ কারণে তাকে অন্য একটি ব্যাট নিয়ে খেলতে হয়।
বুধবার কলকাতায় ফিরে নারিন বৃহস্পতিবার দমদম নাগের বাজারের একটি ব্যাট মেরামতকারীর সঙ্গে যোগাযোগ করেন। সেখানে নিজের বেশ কয়েকটি ব্যাটের প্রস্থ কমাতে দেন তিনি। ভারতের একাধিক গণমাধ্যম এ খবর জানিয়েছে।
খবরে আরও বলা হয়েছে, ওই মেরামতকারীর নাম অজিত কুমার শর্মা। তিনি জানিয়েছেন, নারিন ছাড়াও রামনদীপ সিং এবং অনরিখ নরকিয়ার ব্যাটও মেরামত করবেন। এছাড়া, গতবার কেকেআরে খেলা ফিল সল্টও নিজের ব্যাট মেরামত করিয়েছেন অজিতের কাছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta