হঠাৎ দুদকের অভিযান বিসিবিতে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে মিরপুরে বিসিবির কার্যালয়ে দুদকের ঢাকা অফিস থেকে তিন সদস্যের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে।
পরে এক সংবাদ সম্মেলনে দুদক কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, "আমরা দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে এখানে অভিযান চালাতে এসেছি। মূল অভিযোগ ছিল যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিভিন্ন ক্রিকেট লীগ বাছাই প্রক্রিয়ায় দুর্নীতি ঘটছে। এছাড়াও, অবৈধ অর্থের লেনদেন ও অন্যান্য অনিয়মের বিষয় নিয়ে আমাদের তদন্ত চলছে।"
তিনি আরও জানান, "এখানে আমাদের কাছে কিছু নির্দিষ্ট অভিযোগ ছিল, যার মধ্যে অন্যতম ছিল ২০২৩ সালে থার্ড ডিভিশন কোয়ালিফায়িং টুর্নামেন্টের দল নির্বাচনের বিষয়। অতীতের তুলনায়, যখন ফি ছিল ৫ লাখ টাকা, তখন মাত্র ২ বা ৩টি দল আবেদন করত। কিন্তু এবার ফি কমিয়ে ১ লাখ টাকা করা হলে, ৬০টি দল আবেদন করেছে। আমরা এসব ডকুমেন্ট সংগ্রহ করেছি এবং এখন সেগুলি যাচাই-বাছাই করবো। একটি আরেকটি বিষয় ছিল টিকিট বিক্রির সম্পর্কেও।"
আরএস
প্রকাশিত: | By Symul Kabir Pranta