হজ ব্যবস্থাপনায় কোনো ধরনের ত্রুটি সহ্য করা হবে না: ধর্ম উপদেষ্টা
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, হজ ব্যবস্থাপনায় কোনও অব্যবস্থা সহ্য করা হবে না। কোনো এজেন্সি যদি দুর্নীতির সঙ্গে জড়িত থাকে, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
রবিবার দুপুরে রামু উপজেলা মডেল মসজিদ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।
সংক্ষিপ্ত সফরে ধর্ম উপদেষ্টা রামুতে মডেল মসজিদের নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। মসজিদের কাজের ধীর গতি দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং তিন মাসের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।
এ সময় রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, কক্সবাজার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান, ইসলামী ফাউন্ডেশনের কক্সবাজারের উপপরিচালক ফাহমিদা আক্তার, রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমন কান্তি চৌধুরীসহ স্থানীয় আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta