হবিগঞ্জে হত্যা মামলায় ৪ জনের ফাঁসি
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ছাবু মিয়া হত্যা মামলায় চার জনকে মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে আদালত সিদ্ধান্ত নিয়েছে।
এই হত্যার ঘটনা ২০০৯ সালে ঘটে। মাধবপুর উপজেলার বার চান্দুরা গ্রামের মো. আলীর ছেলে এমরান মিয়ার সঙ্গে ছাবু মিয়ার স্ত্রীর পালিয়ে যাওয়ার পর উভয় পক্ষের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। পরে এমরান মিয়া ও তার সঙ্গীরা একত্রিত হয়ে সম্পদপুর এলাকার হাওরের ধানক্ষেতে ছাবু মিয়াকে কুপিয়ে হত্যা করে।
নিহত ছাবু মিয়ার ভাই হাফিজ মিয়া বাদী হয়ে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন— মোহাম্মদ আলীর ছেলে এমরান মিয়া, মারাজ মিয়ার ছেলে সোলেমান, মৃত হুরমুজ আলীর ছেলে জাহেদ মিয়া এবং মুরাদপুর এলাকার আব্দুল মৌলার ছেলে আবুল মিয়া।
তদন্ত শেষে পুলিশ তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। বুধবার (৯ এপ্রিল) অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২, হবিগঞ্জের বিচারক মামলার রায় ঘোষণা করেন। দণ্ডবিধির ৩০২ এবং ৩৪ ধারায় অভিযুক্তদের মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং প্রতি জনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মামলার আসামি মারাজ মিয়া মৃত্যুবরণ করায় তাকে মামলার বাইরে রাখা হয়। আদালত জানায়, দণ্ডপ্রাপ্তদের মৃত্যু দণ্ড উচ্চ আদালতের অনুমোদন পেলে কার্যকর করা হবে।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এ কে এম কামাল উদ্দিন ও এ কে এম বজলুল আমীন। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট রাসেল আহমেদ ও সামছু মিয়া চৌধুরী।
এদিকে, দণ্ডপ্রাপ্ত আসামি জাহেদ মিয়ার ছেলে মুক্তার হোসেন দাবি করেছেন, “আমার বাবাকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানো হয়েছে। আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করবো এবং ন্যায়বিচার চাই।”
প্রকাশিত: | By Symul Kabir Pranta