ইউরোপে ট্রাম্প ও ইলন মাস্কের বিরুদ্ধে বিক্ষোভ, প্রবাসী মার্কিন নাগরিকদেরও যোগদান
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার উপদেষ্টা ইলন মাস্কের বিরুদ্ধে ইউরোপের বিভিন্ন শহরে ব্যাপক প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে। ট্রাম্পের নতুন শুল্কনীতি ঘোষণার পর অর্থনৈতিক সংকটের শঙ্কায় জনসাধারণ রাস্তায় নেমে আসে।
শনিবার জার্মানির বার্লিন ও ফ্রাঙ্কফুর্ট, ফ্রান্সের প্যারিস এবং যুক্তরাজ্যের লন্ডনে একযোগভাবে প্রতিবাদ হয়। এসব বিক্ষোভে অংশগ্রহণকারীদের মধ্যে অনেকেই যুক্তরাষ্ট্রের প্রবাসী নাগরিক, যাদের অধিকাংশ ডেমোক্র্যাট দলের সমর্থক।
ফ্রাঙ্কফুর্টে আয়োজিত ‘হ্যান্ডস অফ’ কর্মসূচিতে অংশ নিয়ে প্রতিবাদকারীরা ট্রাম্পের পদত্যাগ দাবি করেন। তাদের প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘গণতন্ত্র রক্ষা করো’, ‘আমাদের স্বাধীনতা দিতে হবে’ এবং ‘ট্রাম্প, তোমার কার্যকলাপে বিশ্ব অতিষ্ঠ—তুমি চলে যাও’।
বার্লিনে টেসলার বিক্রয়কেন্দ্রের সামনে প্রতিবাদকারীরা জড়ো হয়ে ইলন মাস্কের বিরুদ্ধেও প্রতিবাদ করেন। তারা বলেন, ‘ইলন, তোমাকে কেউ নির্বাচিত করেনি।’
প্যারিসের প্যালেস দে লা রিপাবলিকে প্রায় দুই শতাধিক প্রতিবাদকারী উপস্থিত হন। তাদের হাতে দেখা যায়—‘অত্যাচারীকে প্রতিহত করো’, ‘আইনের শাসন বজায় রাখো’ এবং ‘গণতন্ত্র রক্ষা করো’ লেখা ব্যানার।
এছাড়া লন্ডন এবং পর্তুগালের লিসবনসহ ইউরোপের বিভিন্ন শহরে একই ধরনের ট্রাম্প ও মাস্কবিরোধী প্রতিবাদ অনুষ্ঠিত হয়। এই প্রতিবাদের মাধ্যমে অংশগ্রহণকারীরা মার্কিন প্রশাসনের নীতির প্রতি তাদের অসন্তোষ ও উদ্বেগ প্রকাশ করেন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta