সাঈদীর কবর জিয়ারতে যাওয়ার সময় বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত
রাজশাহীর খড়খড়ি এলাকায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে সড়কে ট্রাক এবং দুইটি বাসের সংঘর্ষে আহত আরও এক ব্যক্তি মারা গেছেন। এর ফলে নিহতের সংখ্যা তিনজনে পৌঁছেছে।
রবিবার রাত ১২টার দিকে এই দুর্ঘটনায় একটি বাস রাস্তা থেকে ছিটকে পাশের খাদে পড়ে উল্টে যায়। এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
নিহতরা হলেন- সাদিকুল ইসলামের ছেলে জুয়েল আহমেদ (৪০), বেলায়েত হোসেনের ছেলে নাসিম উদ্দিন (৪৫), এবং জোবদুল হকের ছেলে মিজানুর রহমান (৩২)। তারা সবাই চাঁপাইনবাবগঞ্জ জেলার ঘোড়াপাখিয়া গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে খড়খড়ি বাইপাস সড়কে একটি বালুবাহী ট্রাকের সঙ্গে পিরোজপুরগামী একটি বাসের সংঘর্ষ হয়। এতে বাসটি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে উল্টে যায়। এ সময় পেছনে থাকা আরেকটি বাস ট্রাককে ধাক্কা দেয়। এই দুর্ঘটনায় ওই বাসটির এক পাশও দুমড়ে মুচড়ে যায়। পরে যাত্রীরা দ্রুত নেমে খাদে পড়ে যাওয়া বাসের যাত্রীদের উদ্ধার করতে চেষ্টা করেন।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ এবং স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
মহানগর জামায়াতের সাবেক সংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার জানান, দুর্ঘটনার সময় দুইটি বাসে মোট ৯০ জন যাত্রী ছিলেন। তারা সবাই চাঁপাইনবাবগঞ্জের রাণীহাটি ইউনিয়ন শাখা জামায়াতের নেতাকর্মী ও সমর্থক। তারা প্রয়াত জামায়াত নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কবর জিয়ারত করতে পিরোজপুর যাচ্ছিলেন।
গুরুতর আহত ৪০ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত তিনজন জামায়াত কর্মী ছিলেন। তারা সবাই চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা।
প্রকাশিত: | By Symul Kabir Pranta