ইরানে মার্কিন হামলার হুমকি রাশিয়ার কাছে অগ্রহণযোগ্য
মস্কো জানিয়েছে, ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক হামলার হুমকি গ্রহণযোগ্য নয়। রাশিয়া সতর্ক করে দিয়ে বলেছে, যদি ইসলামি প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা করা হয়, তবে এর ফল হতে পারে মারাত্মক বিপর্যয়।
বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক সাংবাদিক সম্মেলনে এই সতর্কবার্তা দিয়েছেন।
এর আগে, গত রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছাতে না পারলে ইরানে হামলা চালানোর হুমকি দিয়েছিলেন। এই হুমকির পর, যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে অতিরিক্ত যুদ্ধবিমান পাঠিয়েছে।
ইরানের পারমাণবিক কর্মসূচি ও পরিস্থিতি নিয়ে জানতে চাইলে রাশিয়া জানিয়েছে, তারা ইরানের পারমাণবিক কর্মসূচির সমাধানে আগ্রহী এবং তেহরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির অধিকারকে সম্মান জানায়।
মস্কোতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, “ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তার বিরোধীদের সামরিক শক্তি ব্যবহার করা একেবারেই অগ্রহণযোগ্য।”
“ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বাইরের আক্রমণ সংঘটিত হলে তা অনিবার্যভাবে একটি বিপর্যস্ত বৈশ্বিক পরিণতির দিকে নিয়ে যাবে, এবং এসব হুমকি মেনে নেওয়া যাবে না।”
পশ্চিমা দেশগুলো অভিযোগ করছে যে, ইরান ইউরেনিয়াম মজুত করে পারমাণবিক অস্ত্র তৈরি করার লক্ষ্যে গোপন পরিকল্পনা বাস্তবায়ন করছে। যদিও তেহরান সবসময় দাবি করে এসেছে যে, তারা শুধুমাত্র শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির জন্য কাজ করছে।
সূত্র: রয়টার্স।
প্রকাশিত: | By Symul Kabir Pranta