‘চিকেন নেক’ করিডরের নিরাপত্তা বৃদ্ধি করল ভারত।
ভারতের সেভেন সিস্টার্স সম্পর্কিত প্রধান উপদেষ্টার সাম্প্রতিক মন্তব্য এবং চীন থেকে বাংলাদেশের বিনিয়োগ আহ্বান করার পর ভারত তার সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ ‘চিকেন নেক’ করিডরের নিরাপত্তা বৃদ্ধি করেছে। এ তথ্যটি দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে শুক্রবার (৪ এপ্রিল) জানিয়েছে।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীন সফরের পর ভারতের মধ্যে চিকেন নেক করিডর নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গের চিকনাকৃতির এই করিডরটির প্রকৃত নাম শিলিগুঁড়ি করিডর। তবে ভারতের পুরো মানচিত্রের সাথে তুলনা করলে এটি মুরগির গলার মতো দেখায়, তাই এটিকে চিকেন নেক বা মুরগির গলা বলা হয়। এই করিডরের মাধ্যমে বাংলাদেশ, নেপাল, ভুটান ও চীনের সঙ্গে ভারতের সীমান্ত সংযুক্ত। সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিবর্তনের পর ভারত এই অঞ্চলের নিরাপত্তা বাড়িয়েছে এবং এখানে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। এই করিডর দিয়েই ভারতের মূল অংশ থেকে সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে যাওয়া এবং পণ্য পরিবহণ করা সম্ভব। এটি সেভেন সিস্টার্সকে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার একমাত্র পথ।
ভারতের সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, চিকেন নেক করিডর তাদের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা লাইন। তারা দাবি করছে যে, এখানে কোনো ধরনের হুমকি মোকাবেলা করার সক্ষমতা রয়েছে। এই করিডরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে ত্রিশক্তি কর্পস, যার সদর দপ্তর সুকনায় অবস্থিত এবং তারা অত্যাধুনিক অস্ত্রের অধিকারী, যার মধ্যে রয়েছে রাফায়েল যুদ্ধবিমান, ব্রাহমোস মিসাইল এবং আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
ভারতের সেনাবাহিনীর প্রধান সম্প্রতি জানিয়েছিলেন, চিকেন নেক ভারতের সবচেয়ে শক্তিশালী সামরিক অঞ্চল, যেখানে পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তরপূর্বাঞ্চল থেকে দ্রুত সেনা মোতায়েন করা সম্ভব।
সূত্র: ইন্ডিয়া টুডে
আরএস
প্রকাশিত: | By Symul Kabir Pranta