গাজায় গণহত্যা অব্যাহত, একদিনে নিহত আরও ৮৬
অবরুদ্ধ গাজা উপত্যকায় সহিংসতা থামছে না। সর্বশেষ ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন আরও ৮৬ ফিলিস্তিনি, আহত হয়েছেন কমপক্ষে ২৮৭ জন। এ নিয়ে অঞ্চলটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার ৬০৯ জনে।
শুক্রবার (৪ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের চালানো হামলায় গাজায় আরও ৮৬ জন নিহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান এই হামলায় মৃতের সংখ্যা পৌঁছেছে ৫০ হাজার ৬০৯ জনে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহত ২৮৭ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে মোট আহত হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৬৩ জন।
বিবৃতিতে আরও জানানো হয়, বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে কিংবা রাস্তায় পড়ে আছেন, যাদের এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ১৮ মার্চ থেকে নতুন করে ইসরায়েলি হামলায় এক হাজার ২৪৯ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং প্রায় তিন হাজারের মতো মানুষ আহত হয়েছেন। এই হামলা চলতি বছরের শুরুতে হওয়া যুদ্ধবিরতি চুক্তিকেও ভঙ্গ করেছে।
জাতিসংঘ বলছে, ইসরায়েলের আক্রমণে গাজার প্রায় ৮৫ শতাংশ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন এবং ৬০ শতাংশ অবকাঠামো ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে, গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
গাজায় এই আগ্রাসনের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগের মুখোমুখিও হয়েছে। তা সত্ত্বেও তাদের আক্রমণ বন্ধ হয়নি। বিশ্বজুড়ে এই বর্বরতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ চলেছে।
উল্লেখ্য, ১৫ মাসের সহিংসতার পর গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে রাজি হয় ইসরায়েল। প্রায় দুই মাস কিছুটা শান্তি বজায় থাকলেও, হামাসের সঙ্গে মতপার্থক্যকে কেন্দ্র করে মার্চের তৃতীয় সপ্তাহে আবারও গাজায় বিমান হামলা শুরু করে তারা।
প্রকাশিত: | By Symul Kabir Pranta