মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা আরও বেড়েছে
মিয়ানমারের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩,৩৫৪ জনে পৌঁছেছে এবং আহত হয়েছে ৪,৮৫০ জন। এছাড়া, ২২০ জন এখনো নিখোঁজ রয়েছে বলে শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। খবরটি রয়টার্সের।
ভূমিকম্পের কেন্দ্রস্থল সাগাইং শহরটি যেন পারমাণবিক বোমার আঘাতে বিধ্বস্ত হয়ে গেছে। শতাব্দীর সবচেয়ে মারাত্মক ভূমিকম্পে সাগাইং এখন এক ধ্বংসস্তূপ। শহরের প্রতিটি প্রান্তে মৃতদেহের গন্ধ ছড়িয়ে পড়েছে, আর যেদিকে তাকানো যায়, সেখানে শুধু ধ্বংসাবশেষ দেখা যায়। সেই ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে রয়েছে লাশ।
সাগাইংয়ের প্রায় ৮০% এলাকা বিধ্বস্ত হয়েছে। আশপাশের গ্রামীণ এলাকা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। মান্দালয় থেকে ৪৫ মিনিট দূরের এই শহরে পৌঁছাতে এখন প্রায় দেড় ঘণ্টা সময় লাগছে। শুক্রবারের ৭.৭ মাত্রার ভূমিকম্পের ফলে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। রাস্তার বড় বড় ফাটল, গর্ত এবং ছোট ব্রিজ-কালভার্ট ভেঙে পড়েছে।
এদিকে, ভূমিকম্পের আট দিন পরেও মাঝে মাঝে আফটারশক অনুভূত হচ্ছে। আতঙ্কে স্থানীয়রা কেউ বাড়িতে ঘুমাচ্ছেন না। “প্রায় পুরো শহরই রাস্তা, প্ল্যাটফর্ম, ফুটবল মাঠে ঘুমাচ্ছে। আমিও ঘরে ঘুমাই না, দরজায় শুয়ে থাকি যাতে দ্রুত দৌড়াতে পারি।”
প্রকাশিত: | By Symul Kabir Pranta