মঙ্গলবার, ৮রা এপ্রিল ২০২৫

চালের দানার চেয়ে ক্ষুদ্র পেসমেকার উদ্ভাবন করলেন গবেষকরা

চালের দানার চেয়েও ছোট পেসমেকার তৈরি করলেন বিজ্ঞানীরা
চালের দানার চেয়ে ক্ষুদ্র পেসমেকার উদ্ভাবন করলেন গবেষকরা

যুক্তরাষ্ট্রের নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী চালের দানার চেয়েও ছোট একটি পেসমেকার তৈরি করেছেন। এর দৈর্ঘ্য ৩.৫ মিলিমিটার, প্রস্থ ১.৮ মিলিমিটার এবং পুরুত্ব প্রায় ১ মিলিমিটার। গবেষকদের মতে, এই ছোট আকারের যন্ত্রটি বর্তমানে ব্যবহৃত পেসমেকারের মতোই কার্যকর।

গবেষকরা জানান, এটি মূলত জন্ম থেকেই হৃদ্‌রোগে আক্রান্ত শিশুদের জন্য উদ্ভাবন করা হয়েছে। জন এ রজার্স বলেন, “আমাদের জ্ঞানে, এটি এখন পর্যন্ত বিশ্বের ক্ষুদ্রতম পেসমেকার। শিশুদের হৃদ্‌যন্ত্রে অস্ত্রোপচারের সময় অস্থায়ী পেসমেকার দরকার হয়, তখন এটি কার্যকরভাবে ব্যবহার করা যাবে।”

বর্তমান প্রচলিত বড় পেসমেকার স্থাপন করতে হলে অস্ত্রোপচারের মাধ্যমে হৃদ্‌পেশিতে ইলেকট্রোড বসাতে হয় এবং পরবর্তীতে সেটি অপসারণ করতেও ঝুঁকি থাকে। কিন্তু এই ক্ষুদ্র পেসমেকারটি ব্যবহারের পর শরীরেই নিজে থেকেই দ্রবীভূত হয়ে যায়, ফলে আলাদা করে অপসারণের প্রয়োজন নেই।

হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ইগর ইয়েফিমভ বলেন, “প্রায় ১ শতাংশ শিশু জন্ম থেকেই হৃদ্‌রোগ নিয়ে আসে। এদের অনেকের জন্য অস্থায়ী পেসমেকার প্রয়োজন হয়। এই নতুন ক্ষুদ্র যন্ত্রটি ব্যবহারে অস্ত্রোপচারের ঝুঁকি কমে যাবে।”

জানা গেছে, এই ক্ষুদ্র পেসমেকারে একটি গ্যালভানিক সেল রয়েছে, যা শরীরের জৈব তরলের সংস্পর্শে এলেই সক্রিয় হয়। এরপর ইলেকট্রোডের মাধ্যমে এটি ব্যাটারিতে রূপ নিয়ে রাসায়নিক বিক্রিয়ায় হৃদ্‌পিণ্ডে বৈদ্যুতিক সিগনাল পাঠায়। এছাড়া, ইনফ্রারেড আলোর মাধ্যমে নিরাপদে এটি শরীরে বসানো সম্ভব।

সূত্র: এনডিটিভি

প্রকাশিত: | By Symul Kabir Pranta

আজকের সর্বশেষ