ঈদের দিন থেকেই সড়কে তল্লাশি ও অভিযান শুরু, কারণ প্রকাশিত
ঈদুল ফিতরের ছুটি ও ফিরতি ঈদযাত্রায় সড়ক পরিবহন আইন অমান্য করে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে সারা দেশে বিশেষ অভিযান চালিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ঈদের দিন থেকেই বাংলাদেশ সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশের সহায়তায় এই যৌথ অভিযান শুরু হয়।
এই বিশেষ অভিযানে বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং), মোটরযান পরিদর্শক এবং হাইওয়ে পুলিশের সমন্বয়ে দল গঠন করা হয়।
বিআরটিএ সদর দপ্তরের তথ্যমতে, ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ অনুযায়ী পরিচালিত অভিযানে শুক্রবার (৪ এপ্রিল) মোট ৩৩৮টি মামলা করা হয়েছে। এসময় জরিমানা হিসেবে আদায় হয়েছে ৬ লাখ ৮০ হাজার ৮০০ টাকা এবং ৪টি গাড়ি ডাম্পিং করা হয়।
অভিযানে ধরা পড়া বড় ধরনের অনিয়মের মধ্যে ছিল—অতিরিক্ত ভাড়া নেওয়া, অতিরিক্ত মালামাল পরিবহন, হাইড্রোলিক হর্ন ব্যবহার, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো এবং একাধিক যাত্রী বহনসহ বিভিন্ন নিয়ম ভঙ্গ।
ঈদের দিন থেকেই বাস, ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে অভিযান পরিচালিত হচ্ছে। যৌথবাহিনী এসব যানবাহনে তল্লাশি কার্যক্রম চালায়।
বিআরটিএ জানিয়েছে, জনগণের স্বার্থে এই অভিযান আগামীতেও চলমান থাকবে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta