বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট আয়ারল্যান্ডের, বাংলাদেশ ১৮১তম স্থানে
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসেবে স্বীকৃতি পেয়েছে উত্তরপশ্চিম ইউরোপের দ্বীপরাষ্ট্র আয়ারল্যান্ডের পাসপোর্ট। কর ও অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক পরামর্শক সংস্থা নোমাড ক্যাপিটালিস্টের আপডেটেড সূচকে এ তথ্য প্রকাশিত হয়েছে।
এই সূচকে বিশ্বের ২০০টি দেশের মধ্যে বাংলাদেশের পাসপোর্ট ১৮১তম স্থানে রয়েছে।
পাসপোর্ট শক্তির সূচকটি তৈরি করা হয়েছে বিশ্বের ২০০ দেশের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা, বিদেশে বসবাসকারী নাগরিকদের ওপর নির্ধারিত কর, দ্বৈত নাগরিকত্বের সুযোগ এবং ব্যক্তিগত স্বাধীনতা সহ পাঁচটি মূল সূচকের ভিত্তিতে।
আয়ারল্যান্ড শীর্ষে রয়েছে ১০৯ স্কোর নিয়ে। এর পাসপোর্টধারীরা বিশ্বের ১৭৬টি দেশে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারবেন।
শুক্রবার নোমাড ক্যাপিটালিস্ট তাদের পাসপোর্টের বৈশ্বিক মানের তালিকা প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশের পাসপোর্ট ৩৮ স্কোর পেয়ে ১৮২তম স্থানে রয়েছে। বাংলাদেশের পাসপোর্টধারীরা ৫০টি দেশে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারবেন।
এই তালিকায় বাংলাদেশের ঠিক আগে রয়েছে নেপাল (৩৯.৫ স্কোর) এবং পরে রয়েছে মিয়ানমার (৩৭.৫ স্কোর)। ভারতের অবস্থান ১৪৮ তম (৪৭.৫ স্কোর) এবং পাকিস্তান ১৯৫ তম স্থানে (৩২ স্কোর)।
আগে, ২০২৩ সালের মার্চে নোমাডের পাসপোর্ট সূচকে সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী হিসেবে তালিকাভুক্ত হয়েছিল। এখন, ১০৬.৫ স্কোর নিয়ে তারা দশম স্থানে রয়েছে। তবে, আমিরাতের নাগরিকরা ১৭৯টি দেশে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারবেন, যা আয়ারল্যান্ডের নাগরিকদের তুলনায় ৩টি দেশ বেশি।
প্রকাশিত: | By Symul Kabir Pranta