টিকটককে অতিরিক্ত ৭৫ দিনের সময় দিলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিকটকের ওপর নিষেধাজ্ঞা কার্যকরের বিষয়ে অ্যাপটিকে আরও ৭৫ দিন সময় দিয়েছেন। চীনা মালিকানাধীন এই অ্যাপের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তার উদ্বেগের কথা তুলে ধরে তিনি বলেন, চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত টিকটক নিষিদ্ধ করা হবে না। এ তথ্য জানিয়েছে ডয়চে ভেলে।
ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে লিখেছেন, তার প্রশাসন টিকটকের ভবিষ্যৎ রক্ষায় পদক্ষেপ নিচ্ছে, যদিও কিছু অনুমোদন এখনো বাকি রয়েছে। হোয়াইট হাউস চায় না টিকটক হঠাৎ করে নিষ্ক্রিয় হয়ে পড়ুক। ট্রাম্প জানান, তারা চীনের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করতে ইচ্ছুক।
তিনি আরও বলেন, টিকটক নিয়ে আলোচনা চলার পাশাপাশি চীনের সঙ্গে শুল্ক সম্পর্কিত আলোচনাও চলছে। বর্তমানে যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর সর্বোচ্চ ৫৪ শতাংশ শুল্ক আরোপ করছে। টিকটকের বিষয়ে কোনো চুক্তি হলে এই শুল্ক হার হ্রাস পেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
প্রচারণা চলাকালে ট্রাম্প বলেছিলেন, তিনি টিকটক নিষিদ্ধ করতে চান না। যদিও আগের প্রশাসনে নিরাপত্তার কারণ দেখিয়ে অ্যাপটির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছিল।
যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবহারকারীর সংখ্যা ১৭ কোটির বেশি। তবে অ্যাপটির মূল প্রতিষ্ঠান চীনা কোম্পানি বাইটড্যান্স হওয়ায় দীর্ঘদিন ধরেই মার্কিন রাজনীতিকদের উদ্বেগ রয়েছে। মার্কিন প্রশাসনের মতে, টিকটক চীনের হয়ে মার্কিন নাগরিকদের ওপর নজরদারি চালাতে পারে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta