ট্রাম্প উন্মোচন করলেন ৫ মিলিয়ন ডলারের ‘গোল্ড কার্ড’ ভিসা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো ‘গোল্ড কার্ড’ ভিসার উদ্বোধন করেছেন। এই বিশেষ ভিসার মাধ্যমে ৫ মিলিয়ন ডলার বিনিয়মে বিদেশিরা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবেন।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) এয়ার ফোর্স ওয়নে ট্রাম্প এই ভিসাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন।
ভিসাটির প্রোটোটাইপে ট্রাম্পের চেহারার ছবি এবং ‘দ্য ট্রাম্প কার্ড’ লেখা রয়েছে।
সাংবাদিকদের সামনে রিপাবলিকান নেতা ট্রাম্প বলেন, ‘এই ব্যতিক্রমী ভিসাটি দুই সপ্তাহেরও কম সময়ে পাওয়া যেতে পারে।’
তিনি আরও বলেন, ‘আমি নিজেই প্রথম ক্রেতা হয়েছি। দারুণ রোমাঞ্চকর, তাই না?’
পূর্বে ট্রাম্প উল্লেখ করেছিলেন, এটি ঐতিহ্যবাহী ‘গ্রিন কার্ড’-এর একটি উচ্চমূল্যের সংস্করণ। এই নতুন ভিসা কর্মসংস্থান সৃষ্টি করবে এবং দেশের বাজেট ঘাটতি কমাতে সহায়ক হবে।’
রিয়েল এস্টেট ব্যবসায় সফল সাবেক এই ধনকুবের তার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে অনিবন্ধিত লাখ লাখ অভিবাসীকে বহিষ্কারের পদক্ষেপ নিচ্ছেন। তিনি বলেন, ‘এই ভিসা মার্কিন নাগরিকত্বের উচ্চমূল্যের একটি বিকল্প পথ খুলে দেবে।’
গত ফেব্রুয়ারিতে ট্রাম্প বলেছিলেন, তার প্রশাসনের লক্ষ্য প্রায় ‘১০ লাখ’ গোল্ড কার্ড বিক্রি করা। রাশিয়ার ধনকুবেররাও এটি পাওয়ার সুযোগ পেতে পারেন বলে তিনি সম্ভাবনা উড়িয়ে দেননি।
সূত্র : এএফপি।
প্রকাশিত: | By Symul Kabir Pranta