দূর থেকে শাকিবকে ভালোবাসা পাঠালেন অপু বিশ্বাস
ঢালিউড সুপারস্টার শাকিব খানকে হাজার হাজার কিলোমিটার দূর থেকে ভালোবাসা জানালেন তার প্রাক্তন স্ত্রী ও জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। সোমবার (৩১ মার্চ) গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় তিনি এই ভালোবাসা প্রকাশ করেন।
এই দিন, অপু বিশ্বাস তার ছেলে আব্রাম খান জয় ও প্রাক্তন স্বামী শাকিব খানের কিছু ছবি ফেসবুকে শেয়ার করেছেন।
ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, "হাজার কিলোমিটার দূর থেকেও আজ আমি শান্ত, কারণ আব্রাম তার বাবার স্নেহে ঈদ পালন করেছে আনন্দে এবং খুশিতে।"
তিনি আরও বলেন, "এই সম্পর্কটি আমাকে গভীর আনন্দের অশ্রু দিয়েই পূর্ণ করেছে। আমার সন্তানের বাবা নিঃসন্দেহে একজন অসাধারণ বাবা।"
তারপর ভালোবাসার ইমোজি যোগ করেন অপু বিশ্বাস। অপুর এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
অনেক নেটিজেনই মন্তব্য করেছেন যে, দীর্ঘ সময় পরেও শাকিব-অপু সম্পর্কের বন্ধন ছেলের জন্য অটুট থাকল, আর এই পোস্টই তার প্রমাণ। তবে শাকিব খান এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
শাকিব খান এবং অপু বিশ্বাস ২০০৮ সালে গোপনে বিয়ে করেন। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর তাদের সন্তান আব্রাম খান জয় জন্মগ্রহণ করেন। শাকিব এবং অপু সন্তানের জন্ম গোপন রাখেন।
২০১৭ সালের ১০ এপ্রিল একটি টিভি অনুষ্ঠানে এসে তাদের বিয়ে এবং সন্তানের খবর প্রকাশ করেন। তবে ২০১৮ সালের ১২ মার্চ আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta