অতিরিক্ত ভাড়া প্রতিরোধে অভিযান, ফিটনেসবিহীন পরিবহনকে জরিমানা
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বরিশাল নগরীর রূপাতলী ও নথুল্লাবাদ বাস টার্মিনালের বাস কাউন্টারগুলোতে যৌথ অভিযান পরিচালনা করেছে বরিশাল বিআরটিএ ও জেলা প্রশাসন।
ঈদ উপলক্ষে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় এবং সড়কে ফিটনেসবিহীন পরিবহন চলাচল বন্ধ করতে এই অভিযান পরিচালিত হয়।
বুধবার বিকেলে রূপাতলী ও নথুল্লাবাদ বাস টার্মিনালে অভিযানটি অনুষ্ঠিত হয়।
অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম।
অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম জানান, ঈদ বা অন্য কোনো অজুহাতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে কিনা, তা পর্যবেক্ষণের জন্য বিআরটিএ, জেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে অভিযান চালাচ্ছে।
অভিযানে যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফিরিয়ে দেওয়া হয়। এছাড়া, বৈধ কাগজপত্র, রেজিস্ট্রেশন সার্টিফিকেট ও ফিটনেস সার্টিফিকেট না থাকায় হানিফ পরিবহনের একটি বাসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, এই অভিযান চলতে থাকবে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta