সালামীর চেয়ে দোয়া বেশি গুরুত্বপূর্ণ: তাসরিফ
গান দিয়ে শ্রোতাদের মন জয় করেছেন জনপ্রিয় গায়ক তাসরিফ খান। তার গান ছাড়াও, মানবিকতার প্রতি তার অবদান প্রশংসিত। সামাজিক মিডিয়ায় প্রায়ই নানা বিষয় নিয়ে পোস্ট করেন তিনি এবং তার ভক্তদের প্রশ্নের উত্তরও দেন সেখানে।
এই ঈদে সালামী নিয়ে একটি পোস্ট করেছেন তাসরিফ। তার ভক্তদের মধ্যে অনেকেই তার মতামতের সঙ্গে একমত হয়েছেন। তার ফেসবুক পোস্টটি এখন নেটিজেনদের মাঝে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
তাসরিফ খান সম্প্রতি তার ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, ছোটবেলায় সালামী চাইলে বড়রা বেশিরভাগ সময় সালামী না দিয়ে দোয়া দিত। এখন বুঝতে পারছি যে, সালামী নয়, দোয়া দেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ!
পোস্টটি শেয়ার করার পর কমেন্ট বক্সে তিনি আরও লেখেন, এখন যারা সালামী চাচ্ছে, তারা বুঝতে পারছে না, কিন্তু যখন সালামী দেওয়ার সময় আসবে, তখনই তারা বুঝতে পারবে।
তাসরিফ খানের এই পোস্টে ৩৭ হাজারেরও বেশি মানুষ রিয়েক্ট করেছেন। এছাড়া, ১১ ঘণ্টার মধ্যে দেড় হাজারের বেশি মানুষ কমেন্ট করেছেন। বেশিরভাগ মানুষ গায়কের মতামতের সঙ্গে একমত জানিয়েছেন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta