‘টপ গান’ খ্যাত অভিনেতা ভ্যাল কিলমার আর নেই
ক্যানসারের বিরুদ্ধে দীর্ঘদিন সংগ্রাম করে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন হলিউড অভিনেতা ভ্যাল কিলমার। তার বয়স ছিল ৬৫ বছর।
মঙ্গলবার (১ এপ্রিল) লস অ্যাঞ্জেলেসে মৃত্যু হয় ‘টপ গান’ খ্যাত এই অভিনেতার।
নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী, কণ্ঠনালী ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন ভ্যাল কিলমার। এর পাশাপাশি নিউমোনিয়াতেও ভুগছিলেন তিনি।
অভিনেতার মেয়ে মার্সিডিজ কিলমার জানান, নিউমোনিয়ার কারণে শেষ বয়সে আর যুদ্ধ চালিয়ে যেতে পারছিলেন না তার বাবা।
অভিনেতা তার শেষ কাজ হিসেবে ব্লকবাস্টার ‘টপ গান: ম্যাভেরিক’ এ অভিনয় করেছিলেন। এই সিনেমায় তার অসুস্থতাকে গল্পের অংশ হিসেবে তুলে ধরা হয় এবং তার চরিত্র আইসম্যানের মৃত্যু দেখানো হয়।
একসময় হলিউডে সোনালি চুলের এই সুদর্শন অভিনেতার অভিনয় ছিল জনপ্রিয়। ‘টপ গান’, ‘রিয়াল জিনিয়াস’, ‘উইলো’, ‘হিট’ এবং ‘দ্য সেন্ট’-এ তার অভিনয় দর্শকদের মন জয় করেছিল।
‘ব্যাটম্যান ফরএভার’ এবং ‘দ্য ডোর্স’-এ জিম মরিসনের চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘ব্যাটম্যান ফরএভার’-এ ব্রুস ওয়েন/ব্যাটম্যান চরিত্রে অভিনয় করেন। তবে পরবর্তী ‘ব্যাটম্যান অ্যান্ড রবিন’ সিনেমায় সেই চরিত্রটি জর্জ ক্লুনির কাছে চলে যায়।
প্রকাশিত: | By Symul Kabir Pranta