পরীমণির হাতে ‘এস’, ভক্তরা বলছেন- ‘শেখ সাদী’।
পুনরায় ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদমাধ্যমের শিরোনামে ঢাকাই সিনেমার পরিচিত নায়িকা পরীমণি। সম্প্রতি, শোবিজ অঙ্গনে শোনা যাচ্ছে, পরীমণি এবং শেখ সাদীর মধ্যে প্রেমের গুঞ্জন। এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন পরীমণি।
এই ছবিটি নিয়ে নেটিজেনরা বিভিন্ন অনুমান করতে শুরু করেছেন। যদিও প্রেম এবং বিয়ে নিয়ে পরীমণি বরাবরই খোলামেলা ছিলেন এবং কখনোই কোনো কিছু গোপন করেননি, তবে এবার একটু বেশি সতর্ক মনে হচ্ছে এই অভিনেত্রী। প্রেমে থাকলেও, প্রেমিককে সামনে আনতে তার অনিচ্ছা রয়েছে।
তবে আকার-ইঙ্গিতে তিনি মাঝে মাঝে নিজের প্রিয় মানুষ নিয়ে কথা বলছেন। ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাসে ভালোবাসার বার্তাও পোস্ট করছেন। এসব দেখে নেটিজেনরা ব্যস্ত হয়ে পড়েছেন তার প্রেমিকের সম্পর্কে আরও জানার জন্য।
পরীমণি যে ছবিটি শেয়ার করেছেন, সেখানে মেহেদি রাঙা হাতে ‘এস’ লেখা দেখা যাচ্ছে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ঈদ মোবারক পরী! জীবনের সেরা সময়ের জন্য ধৈর্য রাখা প্রয়োজন। আল্লাহর উপর ভরসা।’
এই ছবি দেখে ভক্তরা মনে করছেন, ‘এস’ হচ্ছে শেখ সাদীর নামের প্রথম অক্ষর। তারা সেই ছবি শেয়ার করে মন্তব্য করছেন, ‘লুকিয়ে লুকিয়ে পরীমণি আর শেখ সাদী প্রেম করছেন, কিন্তু বাঙালির চোখে তা ধরা পড়েছে।’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘ছবিতে সাদীর নামের প্রথম অক্ষর লেখা, আমরা সব বুঝি।’
প্রকাশিত: | By Symul Kabir Pranta