কুড়িগ্রামে অনন্য আয়োজনে ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা
কুড়িগ্রামে এক নতুন আয়োজনে ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানে গুণী শিক্ষক, আদর্শ কৃষক, মৎস্যজীবী, চিকিৎসক, সমাজসেবী নারী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
মঙ্গলবার সকালে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের খোলারপাড়ায় সামাজিক সংগঠন ‘রূপসা’ এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
আয়োজকরা জানান, ১৯৮৪ সালে কাঁঠালবাড়ীর খোলারপাড়ায় একদল তরুণ এই সামাজিক সংগঠনটি প্রতিষ্ঠা করেন। চার দশকেরও বেশি সময় ধরে সংগঠনটি শিক্ষার প্রসার, বৃক্ষরোপণ, দুর্যোগে ত্রাণ বিতরণ, গুণীজনদের সম্মাননা প্রদানসহ নানা সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছে।
এ বছর গুণী শিক্ষক হিসেবে সম্মাননা পান কুড়িগ্রাম সরকারি কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান সাইফুর রহমান।
‘রূপসা’র সভাপতি মো. নূরন্নবী জানান, আদর্শ কৃষক হিসেবে মমিনুল ইসলাম, মৎস্যজীবী হিসেবে আবদুল গণি মিয়া, মাতৃসেবাদানকারী সমাজসেবী নারী আকিলা বেগম সম্মাননা পান। কর্মজীবনে সাফল্যের জন্য প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের গবেষক ইমতিয়াজ আহমেদ এবং স্থানীয় ব্যবসায়ী সফিকুল ইসলামও সম্মানিত হন।
এছাড়া, এ বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া স্থানীয় ছয় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। তাঁরা হলেন— খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এটিএম শাহনেওয়াজ ও তাজওয়ার রহমান, পটুয়াখালী কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলী আহমেদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত জাহান এবং মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী মুরাদ হোসেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ, কুড়িগ্রাম মহিলা মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ আবু তাহের ব্যাপারী, জ্যেষ্ঠ সাংবাদিক সফি খান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আরিফুল ইসলাম, সমাজকর্মী অপর্ণা রায় এবং প্রথম আলোর রংপুর প্রতিনিধি জহির রায়হান।
সভা সঞ্চালনা করেন ‘রূপসা’ সংগঠনের সাধারণ সম্পাদক ও খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক আবদুর রহমান।
বক্তারা জানান, এই ধরনের উদ্যোগ অন্যদের জন্য উৎসাহব্যঞ্জক এবং অনুপ্রেরণামূলক। তারা ‘রূপসা’ সংগঠনকে এই ব্যতিক্রমী আয়োজনের জন্য ধন্যবাদ জানান।
প্রকাশিত: | By Symul Kabir Pranta