ঈদে ভক্তদের উদ্দেশে Shah Rukh Khan এর বার্তা
প্রতিবছর ঈদে বলিউডের কিং শাহরুখ খান তার বাড়ি মান্নাতের সামনে অসংখ্য ভক্তদের ভিড় জমাতে দেখেন। ভক্তরা তার এক ঝলক দেখার জন্য সেখানে ভিড় করে। তবে এবারের ঈদে এখন পর্যন্ত তেমন কোনো জমায়েতের সংবাদ পাওয়া যায়নি। কিন্তু, ভক্তদের প্রতি তার ভালোবাসা প্রকাশ করতে ভোলেননি শাহরুখ খান।
গত সোমবার (৩১ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শাহরুখ খান তার ফেসবুক পেজে ঈদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘ঈদ মোবারক। আমার হৃদয়ের গভীর কৃতজ্ঞতা এবং দোয়া সকলের জন্য।’
তিনি ভক্তদের উদ্দেশে আরও লিখেছেন, ‘আশা করি আপনারা এই দিনটি আনন্দ, বিরিয়ানি এবং ভালোবাসা বিনিময়ের মাধ্যমে উপভোগ করছেন। সবাই সুখী ও নিরাপদ থাকুন। আল্লাহ আপনাদের মঙ্গল করুন।’
উল্লেখ্য, শাহরুখ খান শেষবার ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডানকি’ সিনেমায় বড় পর্দায় হাজির হয়েছিলেন। এরপর তিনি অভিনয়ে বিরতি নিয়েছেন। তবে, তার নতুন প্রকল্প নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে।
বর্তমানে শাহরুখ তার মেয়ে সুহানা খানের সঙ্গে ‘কিং’ সিনেমায় কাজ করছেন, যেখানে তার সহ-অভিনেতা হিসেবে থাকছেন অভিষেক বচ্চনও।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, শাহরুখ খান খলনায়কের চরিত্রে ‘পুষ্পা টু’-এর পরিচালক সুকুমারের একটি সিনেমায় কাজ করবেন। ভক্তরা এখন অপেক্ষা করছেন, রুপালি পর্দায় আবার কখন তিনি তার ঝলমলে উপস্থিতি নিয়ে ফিরবেন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta