১৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচিত
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে ১৫ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচিতদের মধ্যে ১২ জন প্রার্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিনাজপুর ইউনিট মনোনীত এবং ৩ জন প্রার্থী সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত।
নির্বাচিত প্রার্থীরা হলেন— সভাপতি মো. আব্দুল হালিম, সহ-সভাপতি মো. মঞ্জুরুল হক ও কবির বিন গোলাম চার্লী, সাধারণ সম্পাদক মো. খয়রাত আলী, সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান (সোহাগ) ও তৌহিদা ইয়াসমিন (তানিন), কোষাধ্যক্ষ মো. নিয়ামুল হক চৌধুরী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. আনোয়ারুল হক সরকার (মানিক), সমাজকল্যাণ ও ধর্মীয় সম্পাদক মো. রেজাউল হক-১, পাঠাগার সম্পাদক মো. মিজানুর রহমান-২ এবং সদস্য মো. সফিউল ইসলাম, মো. আসাদুজ্জামান দিনার চৌধুরী, ফারহান সাদিক রিফাত, মোছা. মোস্তারিনা খাতুন (শিল্পী) ও মোস্তাফিজুর রহমান-৩।
বাংলা ১৪৩২ সনের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মো. ইব্রাহিম-১।
এছাড়া, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে দুইজন সভাপতি প্রার্থীসহ ১৩ প্রার্থীর মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন আরও জানায়, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন (১ এপ্রিল ২০২৫) তিনজন সদস্য প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেন। এর ফলে, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. ইব্রাহিম ১৫ জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta