পাইরেসির শিকার শাকিবের ‘বরবাদ’, থানায় জিডি
প্রতিবারের মতো এবারের ঈদেও মুক্তি পেয়েছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খানের নতুন সিনেমা। ঈদের দিনই প্রেক্ষাগৃহে এসেছে মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘বরবাদ’। মুক্তির পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল দেখা যাচ্ছে। তবে জানা গেছে, মুক্তির প্রথম দিনেই এটি পাইরেসির শিকার হয়েছে।
‘বরবাদ’ সিনেমা পাইরেসির অভিযোগে নির্মাতা মেহেদী হাসান হৃদয় ও প্রযোজক শাহরিন আক্তার সুমি রাজধানীর গুলশান থানায় গিয়েছেন। তারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
আজ (১ এপ্রিল) গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মোকলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ‘এ নিয়ে থানায় একটি জিডি হয়েছে। আমরা যথাযথ আইনগত ব্যবস্থা নেব।’
পরিচালক মেহেদী হাসান হৃদয় জানান, ‘বরবাদ’ দেশের ১২০টি সিনেমা হলে চলছে। তবে ঠিক কোন জায়গা থেকে পাইরেসি হয়েছে, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনি আরও বলেন, ‘আমরা আইনিভাবে এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।’
মুক্তির দিনেই ‘বরবাদ’ টিম দর্শকদের প্রতি আহ্বান জানায়—‘সিনেমা হলে এসে দেখুন, পাইরেসি থেকে বিরত থাকুন এবং শিল্পীদের সম্মান করুন।’ নির্মাতা বলেন, ‘একটি মুহূর্তের পাইরেসি পুরো টিমের পরিশ্রমকে ম্লান করে দিতে পারে। এটি শুধু অবৈধ নয়, বরং শিল্পের প্রতি অসম্মানও।’
‘বরবাদ’ টিম পাইরেসি ঠেকাতে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে। তারা জানিয়েছে, ‘আমরা ইতোমধ্যেই বেশ কিছু পাইরেসি ভিডিওর সন্ধান পেয়েছি, যা চলচ্চিত্রের জন্য বড় হুমকি। তাই দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাইরেসির সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে।’
‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ঈধিকা পাল। এছাড়া অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, যীশু সেনগুপ্ত, মিশা সওদাগরসহ অনেকে।
আরএস
প্রকাশিত: | By Symul Kabir Pranta