যুক্তরাষ্ট্রে গোলাপের নয়টি অ্যাপার্টমেন্ট ও বাড়ি
আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক এবং মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আবদুস সোবহান মিয়া, যিনি গোলাপ নামে পরিচিত, তার যুক্তরাষ্ট্রের কুইন সিটিতে অবস্থিত বাড়ি ও ফ্ল্যাটগুলো নিয়ে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব সম্পত্তির বাজার মূল্য প্রায় ৩২ কোটি টাকা। দুদক সূত্রে জানা যায়, সোবহান দেশের বাইরে টাকা পাচার করে এসব সম্পদ অর্জন করেছেন। গতকাল দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে সংস্থার মহাপরিচালক মো. আক্তার হোসেন এসব তথ্য প্রকাশ করেন। তিনি আরও জানান, সোবহানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তার ৫১টি ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেনের পরিমাণ ৯৭ কোটি ৬৩ লাখ ২৩ হাজার ৩৮৮ টাকা।
প্রকাশিত: | By Symul Kabir Pranta