ইফতার পরবর্তী ব্যস্ত পরিবার, উঠান থেকে শিশুকে নিয়ে গেল শিয়াল।
কিশোরগঞ্জের বৌলাই ইউনিয়নের তেরহাসিয়া গ্রামে শিয়ালের আক্রমণে মো. আরাফ নামের ১৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু ঘটেছে। বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শিশু আরাফ বৌলাই ইউনিয়নের তেরহাসিয়া গ্রামের মো. লিংকনের ছেলে। জানা গেছে, ইফতার শেষে আরাফ তার বাবা-মায়ের সাথে খাবার খেয়ে কিছুক্ষণের জন্য উঠানে খেলতে বের হয়। ওই সময় এক পাগলা শেয়াল তাকে গলা কামড়ে জঙ্গলে নিয়ে চলে যায়।
পরিবারের সদস্যরা যখন আরাফকে উঠানে না দেখতে পায়, তখন তারা তাকে খুঁজতে বের হয়। কিছুক্ষণ পর বাড়ির পাশের জঙ্গলে শিশুটির নিথর দেহ পাওয়া যায়। এই ঘটনায় পরিবার ও এলাকার মানুষ গভীর শোকের মধ্যে রয়েছে।
শিশু আরাফের দাদা লালু মিয়া জানান, ইফতার শেষে আরাফ উঠানে খেলছিল। হঠাৎ তাকে আর পাওয়া যায়নি। বাড়ির আশপাশে খোঁজাখুঁজির পর মসজিদে মাইকিং করা হয়। পরে একজন ব্যক্তি খাইরুল ইসলাম জঙ্গলে শিয়ালের সাথে আরাফকে দেখে চিৎকার করলে সবাই ঘটনাস্থলে গিয়ে আরাফের ক্ষতবিক্ষত দেহ দেখতে পায়। দ্রুত তাকে স্থানীয় ফার্মেসিতে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।
আরাফের বাবা লিংকন বলেন, সন্ধ্যায় ইফতার শেষে তিনি দোকানে চলে যান। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তার দোকানে গিয়ে আরাফকে খুঁজতে থাকে এবং পরে তার দেহ দেখতে পায়।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন শিয়ালের কামড়ে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মুনতাসির/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta