ইসরায়েল গোয়েন্দাপ্রধানকে বরখাস্ত করেছে।
ইতিহাসে প্রথমবারের মতো ইসরায়েল সিকিউরিটি এজেন্সি (আইএসএ) বা শিন বেতের প্রধানকে বরখাস্ত করেছে ইসরায়েল। এর একদিন আগে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা নিয়ে রোনেন বারের ব্যর্থতা এবং তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
শুক্রবার এক বিবৃতিতে জানানো হয়, আইএসএ পরিচালক রোনেন বারের মেয়াদ শেষ করতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, রোনেন বারের উত্তরসূরি নিয়োগ না হওয়া পর্যন্ত অথবা ১০ এপ্রিলের মধ্যে তিনি তার পদ ত্যাগ করবেন। ২০২১ সালে শিন বেতের প্রধান হিসেবে দায়িত্ব নেন রোনেন বার। তার মেয়াদ আগামী বছর শেষ হওয়ার কথা ছিল, তবে বেনিয়ামিন সরকার তাকে এক বছর আগে বরখাস্ত করলো।
প্রতিবেদনে জানানো হয়, ২০২৩ সালে হামাসের হামলা শুরু হওয়ার আগে থেকেই রোনেন বারের সঙ্গে বেনিয়ামিন নেতানিয়াহুর সম্পর্ক খারাপ হয়ে ছিল, তবে হামলার পর পরিস্থিতি আরও খারাপ হয়। শেষমেশ রোনেন বারকে গোয়েন্দাপ্রধানের পদ হারাতে হলো। এটি ছিল প্রথমবারের মতো যে, ইসরায়েল সরকার আইএসএ'র প্রধানকে বরখাস্ত করলো। সূত্র : আল জাজিরা।
বিডি-প্রতিদিন/শআ
প্রকাশিত: | By Symul Kabir Pranta