গাজা থেকে তেল আবিবে একের পর এক রকেট ছোঁড়া
গাজার শাসক গোষ্ঠী হামাস, ইসরায়েলের সাবেক রাজধানী এবং বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবে রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলের আকাশপথ ও স্থলপথে হামলায় অসংখ্য নিরীহ মানুষের মৃত্যু হওয়ায় প্রতিশোধ হিসেবে বৃহস্পতিবার এই হামলা করা হয়েছে বলে দাবি করেছে হামাস। খবর দ্য হিন্দুর।
ইসরায়েল জানিয়েছে, গাজার ওপর স্থল অভিযান পুনরায় চালু করার উদ্দেশ্যে বুধবার তাদের সৈন্যরা অঞ্চলটির প্রধান পথ বন্ধ করে দিয়েছে।
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানায়, ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় ১৯০ শিশু সহ ৯৭৪ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার সকালে আরও প্রায় ১০০ ফিলিস্তিনির মৃত্যুর খবর পাওয়া গেছে।
ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা ইজেদাইন আল-কাশেম ব্রিগেডস জানায়, গাজার নাগরিকদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিশোধে তারা তেল আবিবে রকেট হামলা করেছে।
ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, গাজা থেকে ছোড়া একটি রকেট তারা প্রতিহত করতে সক্ষম হয়েছে, অন্য দুটি রকেট জনবসতিহীন একটি এলাকায় পড়েছে। তবে এই হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি করেছে ইসরায়েল।
বিগত কয়েক সপ্তাহের অচলাবস্থার পর মঙ্গলবার ভোরে ইসরায়েলি বাহিনী গাজায় বিমান হামলা পুনরায় শুরু করে। ইসরায়েলের এই হামলার নিন্দা জানিয়েছেন মুসলিম বিশ্ব, বিশেষত রমজান মাসে নির্বিচারে হামলা চালানোর জন্য। ১৯ জানুয়ারি ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধবিরতি চুক্তি পরবর্তী সময়ে কিছুটা শান্তিপূর্ণ অবস্থা ছিল গাজায়, কিন্তু নতুন চুক্তি নিয়ে উভয়পক্ষের মধ্যে বিরোধ শুরু হলে ইসরায়েল অতর্কিত হামলা চালায়।
শাকিল/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta