দ্রুত সময়ের মধ্যে ধর্ষকদের গ্রেফতারের আহ্বান নাহিদ ইসলামের
পাবনার ঈশ্বরদী উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন, এর মধ্যে একটি শিশু রয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন, তাদের অবস্থা সংকটজনক।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ঈশ্বরদী-দাশুড়িয়া মহাসড়কের ঢুলটি বহরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। সব নিহতরা সিএনজি অটোরিকশার যাত্রী ছিল।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, যাত্রীবাহী বাসটি ঈশ্বরদী থেকে যাচ্ছিল এবং সিএনজি অটোরিকশাটি ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। দুই যানবাহন সংঘর্ষের শিকার হলে ঘটনাস্থলেই চারজন মারা যায়। অপর দুইজন গুরুতর আহত হয়ে ঈশ্বরদী হাসপাতালে ভর্তি হন।
অবস্থা গুরুতর হওয়ায়, দুইজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পথে একজন মারা যান। ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যায়, তবে বাসটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।
মুনতাসির/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta