গাজায় গণহত্যা বন্ধের জন্য ঐক্যবদ্ধ উদ্যোগ গ্রহণের আহ্বান জামায়াত আমিরের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গাজায় চলমান বর্বর হামলা ও গণহত্যা বন্ধ করতে এবং বিপদগ্রস্ত গাজাবাসীদের সহায়তায় মুসলিম উম্মাহসহ সমগ্র বিশ্বের মানবিক ও শান্তিপ্রিয় মানুষদের একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শেওড়াপাড়া মনিপুর স্কুল অ্যান্ড কলেজ (ব্রাঞ্চ-৩) মাঠে কাফরুল থানা পশ্চিম জামায়াত আয়োজিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে তিনি এ আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান বলেন, গাজা সর্বদা অদম্য। কারণ গাজাবাসীরা কুরআনের অনুসারী এবং কুরআনের যোদ্ধা। তারা ভয় জয় করে গাজায় বসবাস করছে এবং নানা রকম ভয়-ভীতি সত্ত্বেও আল্লাহর ইচ্ছার অপেক্ষায় তারা জন্মভূমি ত্যাগ করতে প্রস্তুত নয়।
তিনি আরও বলেন, গাজায় এই নির্মমতা দেখে কেউ বসে থাকতে পারে না। বরং সবাইকে তার সামর্থ্য অনুযায়ী গাজাবাসী ভাই-বোনদের পাশে দাঁড়াতে হবে। পবিত্র রমজান মাসে আল্লাহর ভয় ও শিক্ষা নিয়ে একতাবদ্ধ হয়ে গাজাবাসীদের সাহায্যে এগিয়ে আসতে হবে।
ডা. শফিকুর রহমান নিশ্চিত করেন যে, কুরআনের বিজয় এবং মানুষের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত জামায়াতের আন্দোলন অব্যাহত থাকবে। -বাসস
বিডি-প্রতিদিন/শআ
প্রকাশিত: | By Symul Kabir Pranta