বসুন্ধরায় ফিরলেন সেই হামজা
হামজা চৌধুরী বল নিয়ে মাঠে প্রবেশ করেছেন। গোলের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন নোভা, ইব্রাহিম, ইসা, হৃদয়রা। কিছু সময় বল পাস দিয়ে একে অপরকে প্রস্তুতি নিচ্ছিলেন। পরে তারা ওয়ার্মআপ শুরু করেন। ঘাম ঝরার পর অনুশীলন শুরু হয়। প্রথমে গোল লক্ষ্য করে নিজেদের সামর্থ্য যাচাই করেন জামাল-হামজা। এরপর শুরু হয় প্র্যাকটিস ম্যাচের প্রস্তুতি। বসুন্ধরা কিংস অ্যারিনার সবুজ মাঠে অনুশীলন করছেন হামজা চৌধুরী। গতকাল সন্ধ্যায় জামাল ভূঁইয়াদের সঙ্গে তিনি অনুশীলন করেন। এ সময় কয়েক শত ফুটবলপ্রেমী গ্যালারিতে উপস্থিত ছিলেন এবং তারা হামজার নামে স্লোগান দিয়ে পরিবেশ উত্তপ্ত করে তোলে। মাঠের বাইরেও ছিলেন অনেক সমর্থক। বাংলাদেশের ফুটবলে এটি এক নতুন ইতিহাস সৃষ্টি করল। আন্তর্জাতিক ম্যাচের দর্শকদের ভিড় ছিল, তবে অনুশীলনের দর্শক ভিড় নতুন দিগন্তের সূচনা করল। রবিবার শেফিল্ড ইউনাইটেডের জার্সিতে হামজা চৌধুরী দুর্দান্ত খেলে সেরা দলকে জয় এনে দেন। সেই জয় নিয়ে তিনি আজ বাংলাদেশের জার্সি গায়ে তুলে নতুন জয়ের খোঁজে শিলং যাচ্ছেন। সেখানে তিনি আরও চারটি অনুশীলন সেশন পাবেন। কোচ হাভিয়ের কাবরেরা এখন বড় চ্যালেঞ্জে রয়েছেন— হামজা ও অন্যান্যদের মধ্যে দলের কম্বিনেশন তৈরি করা। এই পথে কাবরেরা অনেকটাই এগিয়ে গেছেন এবং হয়তো পরিকল্পনাও প্রস্তুত করেছেন, তবে তিনি এখনই তা প্রকাশ করতে চান না। গতকাল অনুশীলনের প্রথম কিছু সময় সবার জন্য উন্মুক্ত থাকলেও পরবর্তী সময়টি ছিল ক্লোজড ডোর। লোকচক্ষুর অন্তরালে হামজা ও জামালদের অনুশীলন করিয়েছেন কাবরেরা। আগামী সেশনগুলিও নীরবে-নিভৃতে হবে, যেখানে ভারতকে হারানোর পরিকল্পনা পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
বসুন্ধরা কিংস অ্যারিনায় এর আগে অনেক বড় ফুটবলার অনুশীলন করেছেন, খেলেছেন। গত বিশ্বকাপে অস্ট্রেলিয়া দল এখানে খেলেছে। তবে হামজা চৌধুরী বিশ্বের অন্যতম শীর্ষ ফুটবল লিগে খেলা এক তারকা। তার অনুশীলন দেখতেই দর্শকদের ভিড় ছিল। এবার এই মাঠে তার খেলা দেখার জন্য সমর্থকরা অপেক্ষা করছেন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta