সুনীতা ও বুচ মহাকাশ থেকে পৃথিবীতে কখন ফিরবেন?
নয় মাস পর আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে পৃথিবীর দিকে যাত্রা শুরু করলেন সুনীতা উইলিয়ামস এবং তার সঙ্গী নভোচারী বুচ উইলমোর।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী, সকাল ১০টা ৩৫ মিনিটে (ভারতীয় সময় অনুসারে) স্পেসএক্সের ড্রাগন যান আইএসএস ছেড়ে পৃথিবীর দিকে রওনা দেয়। সোমবার সকাল থেকে নাসা সরাসরি সম্প্রচার করছে গোটা অবতরণ প্রক্রিয়া।
নাসার বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার বিকেল ৫টা ৫৭ মিনিটে ফ্লরিডার উপকূলে সুনীতা এবং অন্যান্য মহাকাশচারীরা অবতরণ করবেন।
রবিবার সকালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছায় স্পেসএক্সের ড্রাগন যান সুনীতা এবং তার সঙ্গী মহাকাশচারীদের ফিরিয়ে আনার জন্য। এতে উপস্থিত ছিলেন নাসার অ্যান ম্যাক্লেন, নিকোল আইয়ার্স, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার প্রতিনিধি টাকুয়া ওনিশি এবং রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমসের কিরিল পেসকভ। তাদের মহাকাশ স্টেশনের দায়িত্ব হস্তান্তর করে সুনীতা এবং বুচ পৃথিবীতে ফিরছেন।
মঙ্গলবার ভারতীয় সময় সকাল ১১টার দিকে আনডকিং প্রক্রিয়া শেষ হয়, যার ফলে মহাকাশযানটি আইএসএস থেকে বিচ্ছিন্ন হয়ে সুনীতা এবং বুচকে পৃথিবীর দিকে নিয়ে যাত্রা শুরু করে।
গত বছরের জুনে আট দিনের সফরে মহাকাশে গিয়েছিলেন সুনীতা এবং বুচ। তবে তাদের বাহক বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে, ফলে তাদের ফিরে আসা বিলম্বিত হয়। এরপর থেকে বিভিন্ন নিরাপত্তা কারণে তাদের ফিরে আসার তারিখ কয়েকবার পিছিয়ে যায়। অবশেষে মাস্কের সংস্থার মহাকাশযান তাদের পৃথিবীতে ফিরিয়ে আনছে।
বিডি প্রতিদিন/নাজমুল
প্রকাশিত: | By Symul Kabir Pranta