‘মহানগরীতে মোটরসাইকেল টহল বৃদ্ধি করা হবে’
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, অপরাধ কমাতে মহানগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত টহল বাড়ানোর পাশাপাশি মোটরসাইকেল টহল বৃদ্ধি করা হবে। পুলিশি কার্যক্রমের কারণে ছিনতাইয়ের ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে, এবং এটি বজায় রাখতে হবে।
মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ফেব্রুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, রমজান শুরু হওয়ার আগে ছিনতাইয়ের যা পরিস্থিতি ছিল, তা পুলিশি কার্যক্রমের মাধ্যমে অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এটি অব্যাহত রাখতে হবে। তিনি বিশ্বাস করেন, কর্মকর্তা ও সহায়ক পুলিশদের সমন্বয়ে এই সফলতা এসেছে। থানার পুলিশ গ্রেফতার কার্যক্রমে সহায়তা করবে।
তিনি আরো বলেন, জিডি এন্ট্রি হওয়ার এক ঘণ্টার মধ্যে পুলিশ প্রতিক্রিয়া জানাবে এবং ঘটনাস্থলে দ্রুত রিপোর্ট পাঠানো হবে। পাশাপাশি অপরাধ প্রতিরোধে মোটরসাইকেল টহল বাড়ানোর ওপর জোর দেন তিনি। আসন্ন ঈদে নগরবাসীকে বাড়ি ও প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, সাম্প্রতিক দিনগুলোতে অনেক ছিনতাইকারী গ্রেফতার করা হয়েছে, যার ফলে ছিনতাইয়ের হার অনেকটাই কমেছে। তবে ঈদকে সামনে রেখে গাবতলী ও মহাখালী এলাকায় ছিনতাইকারীদের তৎপরতা বাড়তে পারে, এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।
অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক বলেন, ঈদ উপলক্ষে অনেক বাড়ি ও মার্কেট খালি থাকবে, সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষভাবে পুলিশ টহল বৃদ্ধি করবে। চুরি রোধে আবাসিক এলাকায় রাতের টহল বাড়ানো হবে।
অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম বলেন, বর্তমান পরিস্থিতিতে কিছু গোষ্ঠী বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নেমে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। এসব বিষয়েও সতর্ক থাকতে হবে।
বিডি প্রতিদিন/আরাফাত
প্রকাশিত: | By Symul Kabir Pranta