নওয়াপাড়া প্রেসক্লাব আয়োজন করেছে ইফতার মাহফিল
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে নওয়াপাড়া প্রেসক্লাবের অডিটোরিয়ামে এই আয়োজন সম্পন্ন হয়।
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি মুজিবর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক, অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) শুভ্র প্রকাশ দাস, নওয়াপাড়া সার সিমেন্ট খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গনী সরদার, বিএনপি নেতা মশিয়ার রহমান মশি।
এছাড়াও উপস্থিত ছিলেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এফ এম গিয়াস উদ্দিন, অভয়নগর ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, বিএনপি নেতা ও নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আসাদুজ্জামান জনি, যশোর চেম্বার অব কমার্সের সদস্য নুর আলম পাটোয়ারী বাবু, বিশিষ্ট ব্যবসায়ী শাহিন রেজাসহ ব্যবসায়ী, রাজনীতিবিদ ও নওয়াপাড়া প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
আরএস
প্রকাশিত: | By Symul Kabir Pranta