ক্রিকেটার পরিচয়ে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করে ১৫ বাংলাদেশি আটক
ক্রিকেটার পরিচয়ে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করার সময় ১৫ জন বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ।
তাদের সোমবার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর আটক করা হয়, তবে আটককৃতদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি কর্তৃপক্ষের পক্ষ থেকে।
আজ মঙ্গলবার এক বিবৃতিতে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস) এই তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ওই ১৫ সদস্য একটি টুর্নামেন্টের আয়োজক দল হিসেবে একটি ডকুমেন্ট উপস্থাপন করেছিল, যা দাবি করা হয়েছিল পেনাং ক্রিকেট অ্যাসোসিয়েশনের সমর্থন পেয়েছে। তবে পর্যালোচনা করলে দেখা যায়, ওই নথিটি ছিল জাল এবং ২১ থেকে ২৩ মার্চ পর্যন্ত সেখানে কোনো ক্রিকেট টুর্নামেন্টের পরিকল্পনা ছিল না।
একেপিএস আরও জানিয়েছে, ক্রীড়া ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করা এসব ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়াও সংস্থাটি অভিবাসন বিভাগকে ‘নট টু ল্যান্ড’ (এনটিএল) নোটিশ জারি করার নির্দেশ দিয়েছে বলেও জানিয়েছে একেপিএস।
বিডি প্রতিদিন/কেএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta