ইবিতে ‘নৈতিক ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে সিয়াম সাধনার ভূমিকা’ শীর্ষক আলোচনা
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘নৈতিক ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে সিয়াম সাধনার প্রভাব’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ‘গ্রীণ ফোরাম’ এর উদ্যোগে রবীন্দ্র নজরুল কলাভবনের গগন হরকরা গ্যালারিতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মো. আবু সিনার সভাপতিত্বে এবং গ্রীন ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ. ছ. ম. তরীকুল ইসলাম আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান, শিক্ষক সমিতি ও জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক ড. মো. তোজাম্মেল হোসেন, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
আলোচক বলেন, আইনশৃঙ্খলা বাহিনী যতই কঠোর হোক, সামাজিক অবক্ষয় মোকাবিলা সম্ভব নয় যদি তাকওয়া না থাকে। সিয়াম সাধনার মাধ্যমে তাকওয়া অর্জিত হলে অন্যান্য সব বিষয়ই সহজ হয়ে যায়। সামাজিক অবক্ষয়ের মূল কারণ হলো ধৈর্যহীনতা ও অশ্লীলতার প্রতি অবহেলা।
এ সময় আলোচনায় উঠে আসে, সময়ানুবর্তিতা অর্জন, ভোগবাদিতার পরিহার এবং দান-দক্ষিণার মাধ্যমে নৈতিক ও সামাজিক অবক্ষয় প্রতিরোধের উপকারিতা।
সভাপতি অধ্যাপক ড. আবু সিনা বলেন, “আমাদের দীর্ঘদিন কথা বলার স্বাধীনতা ছিল না। জুলাই বিপ্লবের পর স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি। অতীতে অনুমতি চেয়েও তা পাইনি, শুধু ইফতার আয়োজন করতে পারতাম। এখন কথা বলার স্বাধীনতা পাওয়ায় আমরা শুকরিয়া আদায় করছি।”
বিআরইউ
প্রকাশিত: | By Symul Kabir Pranta