ইবি’র বাংলা বিভাগে সভাপতি পদে অধিষ্ঠিত হলেন অধ্যাপক ড. মনজুর।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মনজুর রহমান। তিনি আগামী তিন বছর এই দায়িত্বে থাকবেন।
মঙ্গলবার (১৮ মার্চ) বাংলা বিভাগের সভাপতির কক্ষে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন এবং বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনজুরুল হক স্বাক্ষরিত নিয়োগ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলা বিভাগের প্রাক্তন সভাপতি অধ্যাপক ড. মো. রবিউল হোসেন ব্যক্তিগত কারণে সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি চাইলে ১৫ মার্চ তার আবেদন মঞ্জুর করা হয়। এরপর ১৬ মার্চ থেকে বাংলা বিভাগের পরবর্তী সিনিয়র শিক্ষক অধ্যাপক ড. মো. মনজুর রহমানকে তিন বছরের জন্য নতুন সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
নবনিযুক্ত সভাপতি অধ্যাপক ড. মনজুর রহমান বলেন, সাবেক সভাপতির কর্মকাণ্ডের উন্নতি করার চেষ্টা করবো, সবার সহযোগিতা কামনা করছি।
হস্তান্তর অনুষ্ঠানে ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, সাবেক ও বর্তমান সভাপতির প্রচেষ্টায় বিভাগের কার্যক্রম সুচারুভাবে চলবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে তাঁরা বিভাগের শিক্ষকদের সহযোগিতা নিয়ে কাজ করবেন।
এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, বাংলা ভাষার প্রতি তাঁর আবেগ রয়েছে, ছাত্র থাকা অবস্থায় ‘ভাষা ও মানবসৃষ্ট’ নামক একটি আর্টিকেল লিখেছিলেন। নবনিযুক্ত সভাপতিকে পরামর্শ দেন, সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে এবং ভাষার ইতিহাস ও ঐতিহ্য রক্ষা করে বিভাগকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে।
বিআরইউ
প্রকাশিত: | By Symul Kabir Pranta