২৫০০ ছাত্র-ছাত্রীকে কুরআন শরীফ উপহার দিচ্ছে জবি ছাত্রশিবির।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্র-ছাত্রীদের জন্য রমজান মাস উপলক্ষে কুরআন শরীফ বিতরণ করছে জবি ছাত্রশিবির।
আজ মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু করে সংগঠনটি।
সূত্রে জানা যায়, পবিত্র রমজান উপলক্ষে আড়াই হাজার কুরআন শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করবে ছাত্রশিবির। শিক্ষার্থীরা এই উপহার গ্রহণের জন্য ছাত্রশিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয় পেজে রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশনের শেষ তারিখ ২৩ মার্চ। উপহারের মজুদ শেষ হলে এই কার্যক্রম শেষ হয়ে যাবে বলে জানানো হয়। শিবিরের এই উদ্যোগ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য উন্মুক্ত।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী মো: হাফিজুর রহমান বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। মুসলিম হিসেবে কুরআন পড়া আমাদের কর্তব্য, এবং শিবির আমাদের সেই পথে পরিচালিত করছে। আমরা আশা করছি, ভবিষ্যতেও শিবিরের এই কার্যক্রম চলবে।
শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. রিয়াজুল ইসলাম বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সর্বদা সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য, শিক্ষার্থীরা যেন নৈতিকভাবে মেধাবী মানুষ হয়ে গড়ে ওঠে। সে লক্ষ্যেই রমজান মাসে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দুই হাজার পাঁচশো কুরআন বিতরণ করার উদ্যোগ নিয়েছি।
তিনি আরও বলেন, আজকে প্রথম দিনেই আমরা পাঁচশ শিক্ষার্থীকে কুরআন বিতরণ করেছি এবং দ্রুত বাকি কুরআনগুলো শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর প্রক্রিয়া চলছে।
বিআরইউ
প্রকাশিত: | By Symul Kabir Pranta