ছেলেকে নিয়ে শিক্ষকের বাসায় যাচ্ছিলেন, বাসের ধাক্কায় বাবার মৃত্যু
রাজধানীর মাতুয়াইলের মিরপাড়া এলাকায় ছেলেকে মোটরসাইকেলে করে শিক্ষকের বাসায় নেওয়ার পথে একটি দ্রুতগামী বাসের ধাক্কায় ওবায়দুল ইসলাম মুন্সি (৪৫) নামে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন।
মঙ্গলবার সকাল নয়টার দিকে ডেমরার মিরপাড়া এলাকায় এই দুর্ঘটনায় নিহতের ছেলে লাবিব ইসলাম (১৬) আহত হয়েছে।
ওবায়দুল রাজধানীর মাতুয়াইল দক্ষিণপাড়ায় পরিবারসহ বসবাস করতেন এবং জমি কেনাবেচার মধ্যস্থতা করতেন। তার ছেলে লাবিব মাতুয়াইল বহুমুখী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
ওবায়দুলের বড় ভাই আতিকুল ইসলাম জানান, ভাইয়ের শ্বশুরবাড়ি মিরপাড়ায়। সেখান থেকে মোটরসাইকেলে ছেলেকে নিয়ে বের হন তিনি। শিক্ষকের বাসায় ছেলেকে পড়াতে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।
ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন জানান, মিরপাড়া সিএনজি পাম্পের সামনে ওয়াসিম পরিবহনের একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়, ফলে দুর্ঘটনাটি ঘটে।
তিনি আরও বলেন, বাসটি ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে রামপুরার দিকে যাচ্ছিল। চালক ঘটনাস্থল থেকে বাস নিয়ে পালিয়ে গেছে। তাকে আটক ও বাসটি জব্দের চেষ্টা চলছে।
রার/সা.এ
প্রকাশিত: | By Symul Kabir Pranta