ধর্ম শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলা, গণধোলাইয়ের পর পুলিশে হস্তান্তর
সুপ্রিম কোর্টে সরকারের পক্ষে মামলা পরিচালনার জন্য নতুনভাবে ৩৪ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।
রাষ্ট্রপতির নির্দেশে ভারপ্রাপ্ত সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইনের স্বাক্ষরিত দুটি পৃথক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ল’ অফিসার্স অর্ডার, ১৯৭২ (পিও নম্বর ৬ অব ১৯৭২)-এর ৩ (২) অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের নিম্নে তালিকাভুক্ত ৩৪ জন আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হলো।
এর আগে গত ১২ আগস্টের মধ্যে অ্যাটর্নি জেনারেলসহ তার কার্যালয়ের বিভিন্ন পদে কর্মরত সকল সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করে সুপ্রিম কোর্টের ১৬১ জন আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নতুন করে নিয়োগ দেওয়া হয়। একই দিনে অপর এক প্রজ্ঞাপনে ৬৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগের বিষয়টিও জানানো হয়।
গত ৫ আগস্ট সরকারের পতনের পর ব্যাপক গণ-আন্দোলনের ফলে অ্যাটর্নি কার্যালয়ের কর্মকর্তাদের পদত্যাগের ঘটনা ঘটতে থাকে। পরে ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়।
আরএস
প্রকাশিত: | By Symul Kabir Pranta