মঙ্গলবার, ১৮রা মার্চ ২০২৫

চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ

১০ মেগা প্রকল্পেও কমেনি দুর্ভোগ
চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ

চট্টগ্রাম ওয়াসা দীর্ঘদিন ধরে প্রচার করে আসছে যে, নগরের ৯০ শতাংশ এলাকায় পানি সরবরাহ করা হচ্ছে। ওয়াসার ওয়েবসাইটেও উল্লেখ রয়েছে যে, তাদের ৯০ শতাংশ গ্রাহক পানি পাচ্ছেন। তবে বাস্তবতা ভিন্ন। পানির সংকটে ভুগতে থাকা বাসিন্দারা ওয়াসা ভবন ঘেরাও ও স্মারকলিপি প্রদান করেছেন। গ্রাহকদের অভিযোগ, ওয়াসা কেবল নামেই ৯০ শতাংশ এলাকায় পানি সরবরাহ করছে, কিন্তু বাস্তবে নগরের অনেক জায়গায় এখনো পানি পৌঁছায়নি।

তথ্য অনুযায়ী, গত ১৫ বছরে নগরে পানি সরবরাহ উন্নত করতে ওয়াসা ১০টি প্রকল্পে ১৪ হাজার ৫৯ কোটি টাকা বিনিয়োগ করেছে। এসব প্রকল্পের মধ্যে আটটি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, আর দুটি বড় প্রকল্প এখনো চলমান। সম্পন্ন হওয়া প্রকল্পগুলোর ব্যয় ৮ হাজার ২৫৭ কোটি টাকা, আর চলমান দুটি প্রকল্পে ৫ হাজার ৮০২ কোটি টাকা খরচ হচ্ছে। এত ব্যয়ের পরও নগরের পানির সংকট কাটেনি। ডবলমুরিং এলাকার বাসিন্দা মো. আলী সর্দার বলেন, ‘অনেক জায়গায় অতিরিক্ত পানি থাকে, কিন্তু আমাদের এলাকায় পানির জন্য হাহাকার করতে হয়। আমরা নিয়মিত পানি চাই, বাঁচার মতো বাঁচতে চাই। ওয়াসা বাস্তবে ৯০ শতাংশ এলাকায় পানি দিচ্ছে না।’

অন্যদিকে, ওয়াসার দাবি, কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প-২ চালু হলে নগরের পানির সম্পূর্ণ চাহিদা পূরণ সম্ভব হবে। তবে ৩ হাজার কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি গত বছরের জুনে শেষ হলেও এখনো ৯০ শতাংশ মানুষ এর সুবিধা পাচ্ছে না। বর্তমানে চট্টগ্রাম নগরে দৈনিক ৫৮ কোটি লিটার পানির চাহিদা থাকলেও, ওয়াসার উৎপাদন সক্ষমতা ৫০ কোটি লিটার।

জানা গেছে, বর্তমানে নগরে ওয়াসার আবাসিক গ্রাহক সংখ্যা ৭৮ হাজার ৫৪২ এবং বাণিজ্যিক গ্রাহক ৭ হাজার ৭৬৭ জন। ১ হাজার ২০০ কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ করা হয়।

ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম জানান, ‘ওয়াসা প্রতিদিন ৫০ কোটি লিটার পানি উৎপাদন করলেও, চাহিদা রয়েছে ৫৮ কোটি লিটারের। কিছু এলাকায় রেশনিং পদ্ধতিতে পানি সরবরাহ করা হচ্ছে, পাশাপাশি গভীর নলকূপও ব্যবহার করা হয়। ঘাটতি থাকলেও আমরা চেষ্টা করছি সব গ্রাহকের কাছে পানি পৌঁছাতে।’

2025-03-03 15:45:05
চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ

তিনি আরও বলেন, গরমের সঙ্গে হালদা নদীর পানিতে লবণাক্ততা বেড়ে গেছে, পাশাপাশি কাপ্তাই হ্রদের পানির স্তরও কমে গেছে। এর ফলে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন হ্রাস পেয়েছে, ফলে কর্ণফুলী নদীর পানির স্তরও স্বাভাবিকের চেয়ে নিচে নেমে গেছে।

প্রকাশিত: | By Symul Kabir Pranta

আজকের সর্বশেষ

 ইন্ডিয়া টুডে এর প্রতিবেদন image

ইন্ডিয়া টুডে এর প্রতিবেদন

 গাজীপুরে জেলা প্রশাসন ও image

গাজীপুরে জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তর ঘোড়ার মাংস বিক্রি বন্ধ

 তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়ন নিয়ে image

তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়ন নিয়ে বিশেষজ্ঞদের আহ্বান

 নিখোঁজ তাহিরপুরের সপ্তম শ্রেণির image

নিখোঁজ তাহিরপুরের সপ্তম শ্রেণির ছাত্রী, মায়ের খোঁজের আহ্বান

 বুড়িচংয়ে ছাত্র-জনতার ওপর হামলার image

বুড়িচংয়ে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার

 ইতিহাসে প্রথমবার ঈদের আগেই দেশের image

ইতিহাসে প্রথমবার ঈদের আগেই দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত

 দোসররা এখনও সক্রিয় আছে : জোনায়েদ image

দোসররা এখনও সক্রিয় আছে : জোনায়েদ সাকি

 ফাহামিদুলের বাদ পড়া নিয়ে বিতর্ক image

ফাহামিদুলের বাদ পড়া নিয়ে বিতর্ক, সাবেকরা যা বলছেন

 গাজার বিভীষিকা রাতের বর্ণনা দিলেন image

গাজার বিভীষিকা রাতের বর্ণনা দিলেন জাতিসংঘ কর্মকর্তা

 কক্সবাজারের প্রাক্তন মেয়রের অবৈধ image

কক্সবাজারের প্রাক্তন মেয়রের অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক

 পোপ বিশ্ব সংঘাতের সমাপ্তি কামনা image

পোপ বিশ্ব সংঘাতের সমাপ্তি কামনা করেছেন

 ওয়ানডে ক্রিকেটে ৪০০ রান করে ইতিহাস image

ওয়ানডে ক্রিকেটে ৪০০ রান করে ইতিহাস গড়লেন মুস্তাকিম