আধ ঘণ্টার ব্যবধানে বুড়িগঙ্গা থেকে দুই জনের ভাসমান মরদেহ উদ্ধার
ঢাকার কেরানীগঞ্জে আধ ঘণ্টার ব্যবধানে বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। নিহত এক ব্যক্তির পরনে ছিল কালো জিন্স প্যান্ট ও প্রিন্টের জার্সি গেঞ্জি, আর অপরজনের পরনে ছিল গোল গলা গেঞ্জি ও ট্রাউজার। সুরতহালে দুজনের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
রবিবার (১৬ মার্চ) সকাল সাড়ে দশটার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা ৮ নং ওয়ার্ড রসুলপুর নজরুল কোম্পানির বাড়ির কাছে বুড়িগঙ্গা নদী থেকে ৩৫ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করে বরিশুর নৌ পুলিশ। অপরদিকে, ইফতারের কিছু আগে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ পোস্তগোলা ব্রিজের কাছ থেকে ৫০ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে হাসনাবাদ নৌ পুলিশ।
বরিশুর নৌ পুলিশ ফাঁড়ির এসআই বশির আহমেদ জানান, লাশটি নদীতে ভাসছিল এবং মাথার অংশ নদী তীরের বাঁধের উপর ছিল। স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। অপরদিকে, হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সিদ্দিকুর রহমান জানান, সেনাবাহিনীর সদস্যরা লাশটি নদীতে ভাসতে দেখে আমাদের খবর দেয়, আমরা গিয়ে লাশটি উদ্ধার করি। উদ্ধারকৃত লাশ দুটি ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
শাকিল/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta