৭ কলেজের বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়েছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’
রাজধানীর সাতটি সরকারি কলেজ নিয়ে প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের নাম নির্ধারণ করা হয়েছে। এটি ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে পরিচিত হবে। রবিবার রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি ভবনে শিক্ষার্থীদের ৩২ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত করা হয়।
সভা শেষে ইউজিসির সচিব ড. ফখরুল ইসলাম গণমাধ্যমকে জানান, “সাত কলেজের জন্য ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামটি চূড়ান্ত হয়েছে। এটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং পরবর্তীতে উপদেষ্টা পরিষদে পাস হয়ে রাষ্ট্রপতির অনুমোদনের পর এর অধ্যাদেশ জারি করা হবে।”
এটি স্মরণ করা প্রয়োজন যে, ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি প্রথমবারের মতো রাজধানীর সাতটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আনা হয়েছিল। এই কলেজগুলোর মধ্যে রয়েছে ঢাকা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
বিডি-প্রতিদিন/শআ
প্রকাশিত: | By Symul Kabir Pranta