মাগুরার ওই শিশুর বিচার কখন শুরু হবে, জানালেন আইনমন্ত্রী
মাগুরায় ৮ বছর বয়সী শিশুর ওপর নির্যাতনের ঘটনায় ৭ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ আশ্বাস দেন।
আইন উপদেষ্টা উল্লেখ করেন, মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির ময়নাতদন্ত আজ সম্পন্ন হবে এবং ইতোমধ্যে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। ৫ দিনের মধ্যে পরীক্ষার রিপোর্ট পাওয়া যাবে। এই ঘটনায় ১২ থেকে ১৩ জন ১৬১ ধারায় সাক্ষ্য দিয়েছেন।
তিনি আরো বলেন, ধর্ষণ ও বলাৎকারের মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি করার জন্য বিশেষ ট্রাইবুনাল গঠন করা হবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে সংশোধনী আনার জন্য আগামী রোববারের মধ্যে অধ্যাদেশ জারির প্রচেষ্টা চালানো হবে।
এ সময় দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা হলে সরকার কঠোর পদক্ষেপ নেবে বলেও হুঁশিয়ারি দেন আসিফ নজরুল।
এদিকে, মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি আজ (১৩ মার্চ) বৃহস্পতিবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান।
আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানায়, অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো হচ্ছে যে, মাগুরার নির্যাতিত শিশুটি দুপুর ১টায় সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মিলিত সামরিক হাসপাতালের আধুনিক চিকিৎসা ব্যবস্থার এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির সকালে তিনবার হার্ট অ্যাটাক হয়, যার মধ্যে দুইবার তার অবস্থা স্থিতিশীল করা গেলেও তৃতীয়বারে আর হৃৎস্পন্দন ফিরে আসেনি।
৮ বছর বয়সী শিশুটি ৫ মার্চ বোনের বাড়ি বেড়াতে গিয়ে গভীর রাতে ধর্ষণের শিকার হন। প্রথমে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ৬ মার্চ রাতে। ৭ মার্চ তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।
৮ মার্চ শিশুটিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় ভর্তি করা হয়। শিশুটির চিকিৎসার জন্য সিএমএইচে আট সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়, যার নেতৃত্ব দেন প্রধান সার্জন।
বাঁধন/সিইচা/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta