ক্ষমা প্রার্থনা করেছেন বৃদ্ধকে কান ধরে ওঠবস করানো ওই ব্যবসায়ী নেতা
লক্ষ্মীপুরে একটি খাবার হোটেল থেকে বৃদ্ধসহ কয়েকজনকে রাস্তায় কান ধরে ওঠবস করানোর ঘটনায় বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) জেলা পুলিশের হস্তক্ষেপে সদর থানা এলাকায় এক ভিডিওবার্তায় ভুক্তভোগী দুজনকে সঙ্গে নিয়ে তিনি ক্ষমা চান।
ভিডিওবার্তায় দেখা যায়, আব্দুল আজিজ ভুক্তভোগী মুনছুরুল হক ও মো. সাজুকে আলিঙ্গন করে ক্ষমা প্রার্থনা করেন। তবে ফেসবুকে ভাইরাল হওয়া লাল চুল ও দাড়িওয়ালা বৃদ্ধ ওই ভিডিওতে উপস্থিত ছিলেন না।
ভিডিও বার্তায় আব্দুল আজিজ বলেন, ‘কিছু মানুষ হোটেলে খাবার খেতে আসেন। রমজানের পবিত্রতা রক্ষার জন্য আমি দ্রুত সেখানে গিয়ে তাদের বলেছিলাম কেন তারা খাবার খাচ্ছে। তাদের থেকে জানার পর যে তারা রোজা রাখেননি, আমি বুঝতে পারি যে যা করেছি তা ভুল ছিল, ধর্মীয় অনুভূতির প্রতি disrespect ছিল। এজন্য আমি তাদের কাছে ক্ষমা চাই এবং আমি এমন কাজ আর কখনও করব না।’
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ভুক্তভোগী মুনছুরুল হক ও মো. সাজু জানান, বণিক সমিতির নেতা তাদের শাস্তি দিলেও এখন ক্ষমা চাওয়ায় তারা আইনগত ব্যবস্থা নেবেন না।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ গণমাধ্যমকে বলেন, ‘ঘটনার পর আজিজকে থানায় আনা হয়েছে এবং আমরা ভুক্তভোগী দুজনকে থানায় এনেছি। কোনো অভিযোগ পাওয়া যায়নি, এবং আজিজ নিজেই ক্ষমা চেয়েছেন, তাই তাকে ছেড়ে দেওয়া হয়েছে। যদি লাল চুল-দাড়িওয়ালা বৃদ্ধ বা অন্য কেউ অভিযোগ করেন, আমরা আইনগত ব্যবস্থা নিব।’
এর আগে, বুধবার (১২ মার্চ) দুপুরে শহরের থানা রোডে হিন্দুদের একটি খাবার হোটেলে অভিযান চালান বণিক সমিতির নেতা আজিজ। সেখানে কিছু যুবক-বৃদ্ধকে হোটেল থেকে বের করে রাস্তায় কান ধরে ওঠবস করতে বাধ্য করা হয়।
এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয় এবং রাতের দিকে সদর থানা পুলিশ তাকে আটক করে।
শাকিল/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta