সাংবাদিকদের ওপর হামলা, ওসি-ইউএনও’র অপসারণের দাবি
নাটোর আদালত চত্বরে সাবেক পুলিশ সুপার এস.এম ফজলুল হকের গণমাধ্যমকর্মীদের ওপর হামলা এবং সিংড়ায় তথ্য চাওয়ার কারণে সমকালের সাংবাদিক আব্দুর রশিদকে গ্রেপ্তার করার প্রতিবাদে নাটোরের সাতটি উপজেলার সাংবাদিকরা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ সচেতন নাগরিকরা অবস্থান কর্মসূচি পালন করেছেন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে জেলার সকল স্তরের সাংবাদিক এবং সচেতন নাগরিকরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। পরে তারা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান নেন। সেখানে তিন ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি শেষে তারা আবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে সমবেত হন।
এ সময় সাংবাদিকরা সিংড়া থানার ওসি, ইউএনও এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের অপসারণের দাবি জানান। পাশাপাশি হামলাকারী সাবেক পুলিশ সুপার ফজলুল হকের শাস্তি দাবি করেন। জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাগুলোর তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
গত মঙ্গলবার দুপুরে বরখাস্তকৃত পুলিশ সুপার ফজলুল হক স্ত্রী নির্যাতন মামলায় আদালতে হাজির হলে তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। পরে তাকে কারাগারে নেওয়ার সময় সাংবাদিকদের ওপর হামলা ও ক্যামেরা ভাঙচুরের চেষ্টা করেন ফজলুল হক।
এছাড়া বুধবার সন্ধ্যায় সমকালের সিংড়া প্রতিনিধি আব্দুর রশিদকে গ্রেপ্তার করে পুলিশ। সিংড়া ইউএনও অফিসে খাস পুকুরের তথ্য চেয়ে আবেদন করায় তাকে গ্রেপ্তারের নাটক সাজানো হয়, অভিযোগ করেন সাংবাদিকরা।
বৃহস্পতিবার দুপুরে রশিদকে আদালতে হাজির করা হলে তার জামিন মঞ্জুর করা হয়।
এদিকে অবস্থান কর্মসূচিতে নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের সিনিয়র করেসপন্ডেন্ট নাজমুল হাসান বলেন, সিংড়ার ইউএনও আসাদ আলী মোল্লার অনিয়ম ও দুর্নীতি ধামাচাপা দিতে সমকালের সিংড়া প্রতিনিধি আব্দুর রশিদকে আটক করা হয়। তথ্য অধিকার আইন অনুসারে তথ্য চাওয়াটাই তার অপরাধ? সারাদেশে সাংবাদিকদের ওপর চলমান দমন-পীড়নের অংশ হিসেবে সাংবাদিক রশিদকে আটক করা হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং হামলাকারী বরখাস্তকৃত এসপি ফজলুল হকের শাস্তি দাবি করি।
ইউনিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও একাত্তর টেলিভিশনের নাটোর প্রতিনিধি বুলবুল আহমেদ বলেন, সাংবাদিকদের ওপর প্রশাসন যে কৌশল করে হামলা চালাচ্ছে তা অগ্রহণযোগ্য। প্রশাসন নিজেদের অনিয়ম ও দুর্নীতির মুখ বন্ধ করতে সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। তিনি প্রশাসনকে সতর্ক করে বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার কোনো মানে নেই।
সমকালের নাটোর প্রতিনিধি নবীউর রহমান পিপলু বলেন, সাংবাদিকদের ওপর দমন-পীড়ন চালানো হলে তা সম্মিলিতভাবে প্রতিহত করা হবে।
সালাউদ্দিন/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta