মোরেলগঞ্জে ধর্ষকের কঠোর শাস্তির দাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ
বাগেরহাটের মোরেলগঞ্জে ধর্ষকদের কঠোর শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১ টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন।
সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষে স্থানীয় কাপুড়িয়াপট্টি সড়কে মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা সায়মন জিয়ন, মাসরাফি মজিদ আকিব, শাহরিয়ার আহমেদ ও সৃষ্টি রানীমৃধা।
বক্তারা মাগুরার আসিয়া ধর্ষণ ঘটনার পাশাপাশি দেশে অন্যান্য ধর্ষণের বিচার দ্রুত ও কঠোরভাবে সম্পন্ন করার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার দাবি জানান।
সালাউদ্দিন/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta