সেবা বন্ধ করে গোপালপুর নির্বাচন অফিসে অবস্থান ও মানববন্ধন পালন
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা নিজেদের অধীনে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা রাখতে স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচির আওতায় মানববন্ধন করেছেন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়নের আয়োজনে উপজেলা নির্বাচন অফিসের সামনে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই সময় পর্যন্ত এনআইডি সহ অন্যান্য সেবা বন্ধ রাখা হয়।
মানববন্ধনে অংশগ্রহণ করেন উপজেলা সহকারী নির্বাচন অফিসার মো. আবু রায়হান, অফিস সহকারী আনোয়ার হোসেন, ডাটা এন্ট্রি আমজাদ হোসেন, ডাটা এন্ট্রি মরিয়ম আক্তার এবং এনআইডি তথ্য সংগ্রহকারী সদস্যরা।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম জানান, আজকের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের বাইরে নতুন কমিশনে স্থানান্তরের পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে অনুষ্ঠিত হয়েছে।
সালাউদ্দিন/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta